একেবারে হাড়হিম করা ঘটনা। চারজন যুবক মদ্য়প অবস্থায় চলন্ত গাড়িতে ইনস্টাগ্রামের রিলস বানাচ্ছিলেন বলে অভিযোগ। জয়শলমীরে ওই গাড়িটি এক মহিলা ও তার ১৩ বছর বয়সি পুত্রকে ধাক্কা দেয়। এরপর গাড়িটি অপর একটি গাড়িতে ধাক্কা দেয়। সেই সঙ্গে একটা গরুকেও ওই গাড়িটি ধাক্কা দেয়।
গাড়ির ধাক্কায় গরুটিরও মৃত্যু হয়েছে। এদিকে গাড়ির ভেতরে থাকা দুজনের মৃত্যু হয়। সেই সঙ্গে মণীশ ও তার মায়ের শরীরের উপর দিয়েও গাড়ি চলে যায়। মৃত্যু হয়েছে তাদেরও। গাড়ির ভেতর থাকা দুজনের নাম রোশন খান ও ভবানী সিং। তাদেরও মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে গাড়িটি অপর একটা গাড়িকেও ধাক্কা মারে।
দেবীকোট এলাকায় এই দুর্ঘটনা হয়। এসপি বিকাশ সঙ্গোয়ান জানিয়েছেন, জয়শলমীর থেকে বার্মারের দিকে যাচ্ছিল গাড়িটি। গাড়ির চালক মনে হচ্ছে মদ্যপ ছিলেন। গাড়িটি প্রথমে একটি ব্যারিকেডে থামতে চায়নি।
ভয়াবহ দুর্ঘটনা। প্রচন্ড গতিতে থাকা গাড়িতে ইনস্টা রিলস করা হচ্ছিল বলে অভিযোগ। আর সেই সময়ই এই ভয়াবহ দুর্ঘটনা। একের পর এক গাড়িকে ধাক্কা দেয়। তারপর মা ও তার সন্তান যখন রাস্তা পার হচ্ছিলেন তখনও ধাক্কা দেয় গাড়িটি। একটা গরুকেও ধাক্কা দেয়। এরপর গাড়ির দুই আরোহীরও মৃত্যু হয়।