মঙ্গলবার ইজরায়েলের বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত অনুষ্ঠানের অন্যতম অতিথি ছিলেন ভারতীয় ধনকুবের। তাঁকে স্বাগত জানান খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
1/5ভারতে তাঁর সংস্থাগুলির শেয়ারে ধস নেমেছে। মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পরেই ৬৮ বিলিয়ন মার্কিন ডলার শেয়ার মূল্য খুইয়েছে আদানি গোষ্ঠী। বিশ্বের দশ ধনীতমের তালিকা থেকেও বেরিয়ে গিয়েছেন গৌতম আদানি। কিন্তু তাই বলে কাজ তো আর থেমে থাকে না! ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)
2/5মঙ্গলবার ইজরায়েলের বন্দরের দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে উড়ে যান ভারতীয় ধনকুবের। তাঁকে স্বাগত জানান খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহু। ফাইল ছবি: রয়টার্স (Bloomberg)
3/5সেখানকার হাইফা বন্দরের দেখভালের দায়িত্ব আদানি গোষ্ঠীরই হাতে। অপর এক সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে সেই কারবার চালান গৌতম আদানি। ফাইল ছবি: রয়টার্স (Bloomberg)
4/5বর্তমানে ইজরায়েলে বিনিয়োগ নিয়ে একটু টানাটানি চলছে। রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতিতে বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন অনেকে। এমন সময়ে গৌতম আদানিকে ডেকে এনেই যেন অভয় দিতে চাইলেন সেখানকার প্রধানমন্ত্রী। ফাইল ছবি: রয়টার্স (Bloomberg)
5/5ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, 'আজ ভারত, ইজরায়েল এবং হাইফা বন্দরের জন্য একটি আনন্দের দিন।' তিনি জানান, আগামিদিনে ইজরায়েলে বেশ বড় মাপের বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে গৌতম আদানির। ফাইল ছবি: রয়টার্স (Bloomberg)