বাংলা নিউজ > ঘরে বাইরে > Adani Stocks to buy: ২০২২-তেই ৩০০% রিটার্ন দিয়েছে আদানির এই শেয়ার! ভুরিভুরি পয়সা কামালেন লগ্নিকারীরা

Adani Stocks to buy: ২০২২-তেই ৩০০% রিটার্ন দিয়েছে আদানির এই শেয়ার! ভুরিভুরি পয়সা কামালেন লগ্নিকারীরা

ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Amit Dave/File Photo)

Adani Power share: আদানি গ্রুপের একাধিক শেয়ার বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তার মধ্যে অন্যতম হল আদানি পাওয়ারের শেয়ার। ২০২২ সালেই এই শেয়ারের দাম ১০১ টাকা থেকে বেড়ে ৪২৫ টাকা পর্যন্ত হয়ে গিয়েছে। ফলে সেই সময় থেকে যাঁরা বিনিয়োগ করে রেখেছেন, তাঁরা ৩০০ শতাংশেরও বেশি রিটার্ন প্রদান পেয়েছেন।

Adani Power share price: বাজার যেমনই থাকুক, আদানি গ্রুপের বেশ কিছু স্টকে তার প্রভাব পড়ে না। টালমাটাল বাজারেও মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এই শেয়ারগুলি। ইয়ার-টু-ডেট (YTD) হিসাবে আদানি গ্রুপের একাধিক শেয়ার বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তার মধ্যে অন্যতম হল আদানি পাওয়ারের শেয়ার। ২০২২ সালেই এই শেয়ারের দাম ১০১ টাকা থেকে বেড়ে ৪২৫ টাকা পর্যন্ত হয়ে গিয়েছে। ফলে সেই সময় থেকে যাঁরা বিনিয়োগ করে রেখেছেন, তাঁরা ৩০০ শতাংশেরও বেশি রিটার্ন প্রদান পেয়েছেন।

স্টক মার্কেট বিশেষজ্ঞদের মতে, বিদ্যুতের দারুণ চাহিদার কারণে আদানি পাওয়ারের শেয়ারের দাম বাড়ছে। তার পাশাপাশি নতুন, লাভজনক উত্পাদন কেন্দ্রও কিনেছে তারা(ক্লিক করুন)। বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুত্ সংস্থা আদানি পাওয়ার। Q1-এর ফলাফলও দারুণ। ফলে স্টকটি আরও বুলিশ হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, স্বল্প মেয়াদে এটি ৪৭৫ টাকা পর্যন্ত উঠতে পারে। আরও পড়ুন- Adani Power: ৭,০০০ কোটি টাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র কিনছেন আদানি

আদানি পাওয়ারের শেয়ারের বিষয়ে চয়েস ব্রোকিং-এর পরিচালক সুমিত বাগাদিয়া বলেন, স্টকটি ইতিমধ্যেই আপট্রেন্ডে রয়েছে। চার্ট প্যাটার্নে আরও বেশি বুলিশ দেখাচ্ছে। যাঁদের পোর্টফোলিওতে এই স্টকটি রয়েছে তাঁরা অল্প সময়ের জন্য স্টকটি ধরে রাখতে পারেন। শেয়ার প্রতি ৪৭৫ টাকার টার্গেট রাখা যেতে পারে। অন্যদিকে ৩৯০ টাকার লেভেলে স্টপ লস বজায় রাখতে পারেন।

২০২২ সালে ভারতীয় স্টক মার্কেটের সেরা মাল্টিব্যাগার স্টকগুলির মধ্যে আদানি পাওয়ারের শেয়ার অন্যতম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ভারতীয় এবং আন্তর্জাতিক বাজারে সেল অফের হিড়িক লাগে। দাম পড়তে থাকে বহু সংস্থার শেয়ারের। তা সত্ত্বেও আদানি পাওয়ারের স্টকটি শক্তিশালী রিটার্ন দিয়েছে। বিশেষজ্ঞদের কথায়, কোনও সংস্থার স্টকের পারফর্ম্যান্সে তার ব্যবসাই সবচেয়ে বড় অনুঘটক। যদি কোনও সংস্থা দারুণ ব্যালেন্স শিট বজায় রাখে, সেক্ষেত্রে শেয়ার বাজারের মন্দাও তাকে ছুঁতে পারে না। মাল্টিব্যাগার স্টকটি গত এক মাসে প্রায় ৪৫ শতাংশ রিটার্ন দিয়েছে। গত ছয় মাসে এটি তার শেয়ারহোল্ডারদের ২৫০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে।

বিঃ দ্রঃ- এখানে দেওয়া তথ্য শুধুমাত্র বিশেষজ্ঞদের মতামত এবং স্টক সংক্রান্ত তথ্য। এটি বিনিয়োগের পরামর্শ নয়। স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগ করার আগে অনুগ্রহ করে সমস্ত দিক খতিয়ে দেখুন।

বন্ধ করুন