আরও কঠিন হয়ে পড়ল ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপট। এখানে এখন বিধানসভা নির্বাচন হতে দু’বছর বাকি। অর্থাৎ ২০২৩ সাল। ইতিমধ্যেই সেখানে রাজনৈতিক জমি শক্ত করেছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে এবার ত্রিপুরার আঞ্চলিক দলগুলি একত্রিত হয়েছে। তাঁদের সঙ্গে এসেছে বিজেপির জোট শরিক আইপিএফটি। আর একমঞ্চে এসেছেন প্রদ্যোৎ কুমার দেববর্মার দল টিপরা মোথা। সুতরাং বিধানসভা নির্বাচনের আগে বিপ্লব দেবের সরকারের উপর চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে।
এই একমঞ্চে এসেই তাঁরা ক্ষান্ত হননি। তাঁরা ঐক্যমতের ভিত্তিতে দাবি তুলেছেন। পৃথক রাজ্য গ্রেটার টিপরাল্যান্ডের দাবিতে আটটি আঞ্চলিক দল–সহ বাকিরা একমঞ্চে এসেছেন। আর তাঁদের ঐক্যমতের ভিত্তিতে পৃথক রাজ্য গ্রেটার টিপরাল্যান্ডের বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন। এই বিষয়টি যত এগোবে তত বিপ্লব দেবের সরকারের উপর চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে।
আরও কঠিন হয়ে পড়ল ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপট। এখানে এখন বিধানসভা নির্বাচন হতে দু’বছর বাকি। অর্থাৎ ২০২৩ সাল। ইতিমধ্যেই সেখানে রাজনৈতিক জমি শক্ত করেছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে এবার ত্রিপুরার আঞ্চলিক দলগুলি একত্রিত হয়েছে। তাঁদের সঙ্গে এসেছে বিজেপির জোট শরিক আইপিএফটি। আর একমঞ্চে এসেছেন প্রদ্যোৎ কুমার দেববর্মার দল টিপরা মোথা। সুতরাং বিধানসভা নির্বাচনের আগে বিপ্লব দেবের সরকারের উপর চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে।
এই একমঞ্চে এসেই তাঁরা ক্ষান্ত হননি। তাঁরা ঐক্যমতের ভিত্তিতে দাবি তুলেছেন। পৃথক রাজ্য গ্রেটার টিপরাল্যান্ডের দাবিতে আটটি আঞ্চলিক দল–সহ বাকিরা একমঞ্চে এসেছেন। আর তাঁদের ঐক্যমতের ভিত্তিতে পৃথক রাজ্য গ্রেটার টিপরাল্যান্ডের বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন। এই বিষয়টি যত এগোবে তত বিপ্লব দেবের সরকারের উপর চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে।|#+|
এই বিষয়ে বিজেপি জোট শরিক আইপিএফটি’র সাধারণ সম্পাদক তথা আদিবাসী উন্নয়ন মন্ত্রী মেওয়ার কুমার জামাটিয়া বলেন, ‘আমরা খুব শীঘ্রই একটি যৌথ আন্দোলন কমিটি তৈরি করব। আমাদের দাবি টিপরাল্যান্ড বা গ্রেটার টিপরাল্যান্ড। দু’তিন দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আমরা এই মাসে নয়াদিল্লি যাওযার পরিকল্পনা করছি। সেখানে গিয়ে আমাদের দাবি কেন্দ্রীয় সরকারকে জানাবো।’
জানা গিয়েছে, এই পৃথক রাজ্যের দাবি বহুদিনের। ১৯৯৭ সালে গঠন হয় আইপিএফটি। তখন থেকেই এই টিপরাল্যান্ডের দাবি ছিল। পরবর্তী ক্ষেত্রে ২০০৯ সালে এই দাবিতে তাঁরা সোচ্চার হয়ে ওঠেন। তাঁদের আন্দোলন দেখে বিজেপি ২০১৮ সালে জোট করে। আর দু’দশকের বামফ্রন্ট সরকারকে নির্বাচনে যৌথভাবে প্রতিদ্বন্দিতা করে পরাজিত করে। কিন্তু বিষয়টি অধরাই থেকে যায়। এই পরিস্থিতিতে টিপরা মোথা অক্টোবর মাসের ২৩ তারিখ নয়াদিল্লির যন্তরমন্তরে গ্রেটার টিপরাল্যান্ডের দাবিতে আওয়াজ তুলবে। এটা আগে থেকেই ঠিক ছিল বলে জানিয়েছেন প্রদ্যোৎ কুমার দেববর্মা।