বাংলা নিউজ > ঘরে বাইরে > এসি বন্ধ, আচমকাই বিকট শব্দ! রাঁচি-কলকাতা বিমানে আতঙ্কে যাত্রীরা

এসি বন্ধ, আচমকাই বিকট শব্দ! রাঁচি-কলকাতা বিমানে আতঙ্কে যাত্রীরা

আচমকাই যান্ত্রিক ত্রুটি ইন্ডিগো বিমানে। প্রতীকী ছবি (HT FIile Photo) (HT_PRINT)

যাত্রীদের ততক্ষণে হাত পা ঠাণ্ডা হয়ে যাওয়ার জোগাড়। কয়েকজন চিৎকার চেঁচামেচি জুড়ে দেন। তবে কোনও ঝুঁকি নেয়নি বিমান সংস্থা।

৭২ আসনের ইন্ডিগো ফ্লাইট। সব মিলিয়ে বিমানে যাত্রী ছিলেন ৬২জন। টেক অফের কথা ছিল সকাল ৯টা। রাঁচি থেকে কলকাতাগামী বিমান। যাত্রীরা যে যার নিজের আসনে বসেছিলেন। টেক অফের ঠিক আগেই আচমকাই বন্ধ হয়ে যায় এসি। যাত্রীদের দাবি, অদ্ভূত একটা বিকট শব্দ হতে থাকে। আর যাত্রীদের ততক্ষণে হাত পা ঠাণ্ডা হয়ে যাওয়ার জোগাড়। কয়েকজন চিৎকার চেঁচামেচি জুড়ে দেন। তবে কোনও ঝুঁকি নেয়নি বিমান সংস্থা। রানওয়ে থেকেই বিমানটিকে ফিরিয়ে আনা হয়। তবে যাত্রীদের একাংশের দাবি, বিমানটিকে ফিরিয়ে আনার পরেও দরজা খুলতে দেরি হচ্ছিল। তবে বিমান সংস্থা সূত্রে খবর, এয়ার কন্ডিশনারে কিছু সমস্যার জন্যই এটা হয়েছে। তবে যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে।

যাত্রীদের অনেকেই কলকাতা আসার জন্য সময় গুণছিলেন। কিন্তু আচমকাই বিপত্তি। মূলত শীততাপনিয়ন্ত্রণের ব্যবস্থাটাই আচমকা বন্ধ হয়ে যায়। এর জেরে যাত্রীদের মধ্যে অস্বস্তি বাড়তে থাকে। তবে মূলত যান্ত্রিক গন্ডগোলের জেরেই সমস্যাটা মাথাচাড়া দিয়েছিল বলে সূত্রের খবর। রাঁচির এয়ারপোর্ট ডিরেক্টর বিনোদ শর্মা জানিয়েছেন, বিমানের এয়ারকন্ডিশনারে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেটি আচমকাই বন্ধ হয়ে গিয়েছিল। এরপরই বিমানটিকে যথাস্থানে আনা হয়। সেটি মেরামতির কাজ চলছে। এদিকে এই ঘটনার জেরে রাঁচি বিমানবন্দরে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীদের একাংশ।

 

 

বন্ধ করুন