দিনে দুপুরে গুলি চলল নয়ডায়। জিম থেকে ফেরার পথে এয়ার ইন্ডিয়ার এক ক্রু সদস্যকে গুলি করে হত্যা করল বাইক আরোহী দুষ্কৃতীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ১০৪–এর হাই এন্ড মার্কেটের কাছে। অজ্ঞাত পরিচয় তিন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম সুরজ মান। পারিবারিক বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
আরও পড়ুন: কামারহাটিতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে শুটআউট, মদনের বিধানসভা কেন্দ্রে গুলিবিদ্ধ
জানা গিয়েছে, এদিন ওই এলাকায় জিম করার পর সেখান থেকে বেরিয়ে নিজের গাড়িতে বসেছিলেন সুরজ। তখনই আততায়ীরা সেখানে আসে। তাদের মধ্যে একজন শূন্যে গুলি চালায় এবং অন্যজন সুরজকে গুলি করে। সবমিলিয়ে সেখানে ১০ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। নয়ডার ডিসিপি হরিশ চন্দর বলেছেন, সেক্টর ৩৯ থানার পুলিশকে দুপুর আড়াইটার দিকে এই গুলি চালানোর খবর দেওয়া হয়। সুরজ একটি আবাসনে ভাড়াটে হিসেবে থাকতেন। পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএসপি। তিনি বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সুরজ কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত না থাকলেও তার পরিবারের কয়েকজন সদস্যের অপরাধমূলক কাজে যুক্ত থাকার ইতিহাস রয়েছে। সেই কারণে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে অনুমান পুলিশের।
জানা যায়, সুরজের দাদা একটি খুনের মামলায় অভিযুক্ত এবং বর্তমানে দিল্লির একটি কারাগারে বন্দি আছেন। পুলিশ সন্দেহ করছে, প্রতিদ্বন্দ্বী গ্যাং সুরজকে সেই কারণে টার্গেট করেছে। ডিসিপি জানিয়েছেন, এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শী জানান, জিম থেকে বেরিয়ে আসার পর তিনি গাড়িতে বসেন। তখন তিনি কলা খাচ্ছিলেন। তার মাত্র দু মিনিট পর বাইকে করে তিনজন আসে। একজন শূন্যে গুলি চালায় এবং অন্যজন গাড়ির কাচের জানালা দিয়ে গুলি চালাতে থাকে। তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে অন্তত ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় ১০ জন সন্দেহভাজনের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করেছে পুলিশ।