বাংলা নিউজ > ঘরে বাইরে > Mecca package tour: প্যাকেজ ট্যুরে মক্কায় গিয়ে বিপাকে কলকাতার পরিবার, হোটেল ভাড়া মেটালেন আড়াই লাখ

Mecca package tour: প্যাকেজ ট্যুরে মক্কায় গিয়ে বিপাকে কলকাতার পরিবার, হোটেল ভাড়া মেটালেন আড়াই লাখ

মক্কায় তীর্থযাত্রা করতে যান অনেকেই। ফাইল ছবি

যাতায়াত খাওয়াদাওয়া সব ওই প্যাকেজের মধ্যে। এজন্য মাথাপিছু দিতে হবে ১ লাখ ৩৫ হাজার টাকা। কলকাতা থেকে রওনা হওয়ার আগেই পুরো টাকা দেয় পরিবার।

অনেকেই এখন বিভিন্ন এজেন্সির মাধ্য়মে প্যাকেজ ট্যুরে বেড়াতে যান। তাদের উপরই নির্ভর করে ভ্রমণ পিপাসু পরিবার। কিন্তু তার পেছনেও থাকতে পারে প্রতারণা ফাঁদ।এবার তেমনি অভিযোগ তুলেছে লেনিন সরণীর একটি পরিবার।

কলকাতার লেনিন সরণীর বাসিন্দা আঁতা হুজুর মক্কা, মদিনা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এবছর ইদের সময় তারা সেখানে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। সেই মতো বেড়াচাঁপার একটি ভ্রমণ সংস্থার প্রতিনিধি বলে নিজেকে দাবি করে এক ব্যক্তি আঁতা হুজুরের কাছে আসেন। পরের দিন আবার একেবারে মালিক পরিচয় দিয়ে আর একজনকে নিয়ে আসেন তিনি। এরপর প্য়াকেজ ট্যুরের নানা কথা বলা হয় তাদের। সেই মতো রাজি হয়ে যায় ওই পরিবার।

যাতায়াত খাওয়াদাওয়া সব ওই প্যাকেজের মধ্যে। এজন্য মাথাপিছু দিতে হবে ১ লাখ ৩৫ হাজার টাকা। কলকাতা থেকে রওনা হওয়ার আগেই পুরো টাকা দেয় পরিবার। সব মিলিয়ে ৮জন রওনা দেন। কিন্তু মক্কায় গিয়ে মাথায় হাত পরিবারের। ভ্রমণ সংস্থার কথামতো কিছুই করা হয়নি। সবটাই ভুয়ো। অভিযোগ পরিবারের।

এদিকে মক্কায় গিয়ে একেবারে অথৈ সাগরে পড়ে পরিবার। তাদের দাবি কোনও ব্যবস্থা করা হয়নি। একটা হোটেলে ঢুকিয়ে দিয়ে চলে যায় এক ট্রাভেল এজেন্ট। কিন্তু সেই হোটেলের বিলও মেটানো হয়নি। এদিকে বাধ্য হয়ে বিদেশ বিভুঁইতে নিজেদের গাঁটের টাকা খরচ করে বিল মেটান তারা। সেই অঙ্কই হয়ে যায় আড়াই লাখ টাকা। কার্যত এই টেনশনে তাদের বেড়ানো ও তীর্থযাত্রার যে আনন্দ সেটা লাটে ওঠে। এদিকে ভ্রমণ সংস্থাও ফোন ধরতে চায়নি বলে অভিযোগ। সব মিলিয়ে মারাত্মক সমস্যায় পড়ে গিয়েছিল পরিবার।

এদিকে গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ওই পরিবার কোনওরকমে কলকাতায় ফিরে আসেন। কিন্তু ভ্রমণ সংস্থা তাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। আপাতত নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। বাস্তবে ওই ভ্রমণ সংস্থা কী ধরনের শর্ত দিয়েছিল তা খোঁজ নিয়ে দেখছে পুলিশ।

 

পরবর্তী খবর

Latest News

ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’ ‘‌ধরা যাক কলতান দার কথোপকথন সত্যি’‌, এবার বিস্ফোরক পোস্ট করলেন দীপ্সিতা সচিন-সৌরভ BCCI-কে বলুক দল পাঠাতে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবেদন মঈন খানের… লাকের গল্প চুরি করে তৈরি ‘স্কুইড গেম', পরিচালকের অভিযোগের জবাব নেটফ্লিক্সের টাইগার বধে মুখিয়ে ভারত, চেন্নাইয়ে জোরকদমে চলছে প্রস্তুতি, ভিডিয়ো প্রকাশ্যে প্রথম শ্রেণির খেলায় পয়লা ফাইফার, হঠাৎ প্রচারের আলো অংশুল কম্বোজের ওপর আনোয়ার মামলা শুনানির সময় গাড়ি চালাচ্ছেন ডেপুটি চেয়ারম্যান! মঙ্গলবারই সিদ্ধান্ত? প্রতিষ্ঠাতার থেকেও ধনী ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা, কে তিনি 'আপোষ না সংগ্রাম?' চিকিৎসকদের ‘ঘাড়ধাক্কা’ চন্দ্রিমার, ফুঁসলেন কিঞ্জল-শোভনরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.