অনেকেই এখন বিভিন্ন এজেন্সির মাধ্য়মে প্যাকেজ ট্যুরে বেড়াতে যান। তাদের উপরই নির্ভর করে ভ্রমণ পিপাসু পরিবার। কিন্তু তার পেছনেও থাকতে পারে প্রতারণা ফাঁদ।এবার তেমনি অভিযোগ তুলেছে লেনিন সরণীর একটি পরিবার।
কলকাতার লেনিন সরণীর বাসিন্দা আঁতা হুজুর মক্কা, মদিনা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এবছর ইদের সময় তারা সেখানে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। সেই মতো বেড়াচাঁপার একটি ভ্রমণ সংস্থার প্রতিনিধি বলে নিজেকে দাবি করে এক ব্যক্তি আঁতা হুজুরের কাছে আসেন। পরের দিন আবার একেবারে মালিক পরিচয় দিয়ে আর একজনকে নিয়ে আসেন তিনি। এরপর প্য়াকেজ ট্যুরের নানা কথা বলা হয় তাদের। সেই মতো রাজি হয়ে যায় ওই পরিবার।
যাতায়াত খাওয়াদাওয়া সব ওই প্যাকেজের মধ্যে। এজন্য মাথাপিছু দিতে হবে ১ লাখ ৩৫ হাজার টাকা। কলকাতা থেকে রওনা হওয়ার আগেই পুরো টাকা দেয় পরিবার। সব মিলিয়ে ৮জন রওনা দেন। কিন্তু মক্কায় গিয়ে মাথায় হাত পরিবারের। ভ্রমণ সংস্থার কথামতো কিছুই করা হয়নি। সবটাই ভুয়ো। অভিযোগ পরিবারের।
এদিকে মক্কায় গিয়ে একেবারে অথৈ সাগরে পড়ে পরিবার। তাদের দাবি কোনও ব্যবস্থা করা হয়নি। একটা হোটেলে ঢুকিয়ে দিয়ে চলে যায় এক ট্রাভেল এজেন্ট। কিন্তু সেই হোটেলের বিলও মেটানো হয়নি। এদিকে বাধ্য হয়ে বিদেশ বিভুঁইতে নিজেদের গাঁটের টাকা খরচ করে বিল মেটান তারা। সেই অঙ্কই হয়ে যায় আড়াই লাখ টাকা। কার্যত এই টেনশনে তাদের বেড়ানো ও তীর্থযাত্রার যে আনন্দ সেটা লাটে ওঠে। এদিকে ভ্রমণ সংস্থাও ফোন ধরতে চায়নি বলে অভিযোগ। সব মিলিয়ে মারাত্মক সমস্যায় পড়ে গিয়েছিল পরিবার।
এদিকে গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ওই পরিবার কোনওরকমে কলকাতায় ফিরে আসেন। কিন্তু ভ্রমণ সংস্থা তাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। আপাতত নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। বাস্তবে ওই ভ্রমণ সংস্থা কী ধরনের শর্ত দিয়েছিল তা খোঁজ নিয়ে দেখছে পুলিশ।