অত্যন্ত উদ্বেগের ঘটনা। শুক্রবার রাতে ঝাড়খণ্ডের দুমকা জেলায় এক বিদেশিনীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ৪৫ বছর বয়সি ওই স্প্যানিশ মহিলাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক শোরগোল পড়ে যায়। হাঁসডিহা থানার কুরুমাহাট এলাকায় এই ঘটনা হয়েছিল বলে অভিযোগ।
এদিকে সূত্রের খবর, ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে বাইরে বেরিয়েছিলেন। সেই সময় কয়েকজন তাদের পথ আটকে দাঁড়ান। ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে বাইকে ছিলেন। এদিকে দুষ্কৃতীরা তাকে একটি নির্জন জায়গায় টেনে নিয়ে যায়। সেখানেই তাঁর উপর পাশবিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ।
টাইমস অফ ইন্ডিয়া দুমকার এসপির সঙ্গে কথা বলেছে। তিনি জানিয়েছেন, তিনজনকে এই ঘটনায় আটক করা হয়েছে। তদন্ত চলছে এই ঘটনার। তিনি জানিয়েছেন, রাত সাড়ে ১০টা থেকে রাত ১১টার মধ্য়েই এই ঘটনা হয়। ওই মহিলা একটি পুলিশ ভ্যানকে দাঁড় করান। তিনি তাদের কাছ থেকে সহায়তা চান। তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন, ছড়ে যাওয়ার চিহ্ন রয়েছে।
পুলিশ ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসকদের জানান, তাঁকে ধর্ষণ করা হয়েছে। এদিকে চিকিৎসকদের তিনি জানিয়েছেন, তাঁর উপর নির্যাতন করা হয়েছে। এরপরই তাঁর প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা করা হয়। পুলিশ ইতিমধ্যেই তিনজনকে আটক করে জেরা করা শুরু করেছে।
এদিকে সূত্রের খবর, ওই স্প্যানিস দম্পতির ব্যাপারে আগে থেকে পুলিশের কাছে কোনও খবর ছিল না। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই স্প্যানিস দম্পতি বাইকে চেপে বিভিন্ন জায়গায় যান। মূলত বাইকার্স হিসাবেই তারা পরিচিত। তাঁরা সম্ভবত ওই জায়গা দিয়ে বাইকে চেপে যাচ্ছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাদের আটকায়। পুলিশ ইতিমধ্য়েই এনিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আর কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই এনিয়ে খোঁজখবর করা শুরু করেছে। সব মিলিয়ে গোটা ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।