এর আগে, RBI অ্যামাজন পে-কে একটি নোটিশ জারি করেছিল।... more
এর আগে, RBI অ্যামাজন পে-কে একটি নোটিশ জারি করেছিল। তাতে নির্দেশিকা মেনে না চলায় জরিমানা থেকে অব্যাহতি পেতে তাদের কোনও পাল্টা যুক্তি আছে কিনা, তা জানতে চাওয়া হয়েছিল।
1/5KYC সংক্রান্ত বিধিভঙ্গের কারণে আমাজন পে ইন্ডিয়াকে ৩.০৬ কোটি টাকার জরিমানা। চলতি সপ্তাহে এই জরিমানার ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)। প্রতীকী ছবি: রয়টার্স (Reuters)
2/5এর আগে, RBI অ্যামাজন পে-কে একটি নোটিশ জারি করেছিল। তাতে নির্দেশিকা মেনে না চলায় জরিমানা থেকে অব্যাহতি পেতে তাদের কোনও পাল্টা যুক্তি আছে কিনা, তা জানতে চাওয়া হয়েছিল। ফাইল ছবি: আমাজন পে (Reuters)
3/5কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, 'সত্তার প্রতিক্রিয়া বিবেচনা করার পরে, RBI এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এই সংক্রান্ত নির্দেশাবলী অমান্য করার অভিযোগ প্রমাণিত। ফলে আর্থিক জরিমানা আরোপই ন্যায়সঙ্গত।' ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/5কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, এই জরিমানা নিয়ন্ত্রক বিধিভঙ্গ সংক্রান্ত কারণেই করা হয়েছে। এর সঙ্গে আমাজনপে ব্যবহারকারীদের লেনদেন সংক্রান্ত বিষয়ে কোনও প্রভাব পড়বে না। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
5/5RBI পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট, ২০০৭-এর ৩০ নম্বর ধারার অধীনে এই জরিমানা প্রয়োগ করা হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)