মরগদ রাশি চিটফান্ড নিয়ে ক্রমেই কোমর কষছে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর জগন্নোহন রেড্ডি। প্রসঙ্গত, এই মরগদরাশি চিটফান্ডটি বিখ্যাত এনাড়ু গ্রুপের। গ্রুপের প্রতিষ্ঠাতা রামোজি রাওয়ের ‘প্রমোশনাল’ সংস্থা হিসাবে উঠে আসে ‘মরগদ রাশির’ নাম।
প্রসঙ্গত, অন্ধ্র রাজনীতিতে কান পাতলে বহু সূত্র থেকে শোনা যায়, এককালে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ঘনিষ্ঠ হিসাবে পরিচিতি ছিল রামোজি রাওয়ের। এবার সেই রামোজি রাওয়ের সংস্থা মরগদ রাশির ফরেন্সিক অডিটের নির্দেশ দিয়েছে জগন্মোহন সরকার। অন্ধ্রপ্রদেশের রেজিস্টারার অফ চিটফান্ডসের তরফে জানানো হয়েছে, ‘রাজ্য জুড়ে ৩৫ টি চিটফান্ড কম্পানিতে তল্লাশি চলেছে তিনটি পর্বে। গত কয়েকদিন ধরে চলা এই তদন্তের নিরিখে উঠে এসেছে বহু আর্থিক অসঙ্গতি।’ প্রতিষ্ঠান বলছে, বহু চিটফান্ড সংস্থা যে সুদের হারে টাকা দিচ্ছে বা সিকিউরিটি ডিপোসিট রাখছে তা নিয়ে বহু অসঙ্গতি দেখা যাচ্ছে। এমনকি বহু ক্ষেত্রে স্পষ্ট ব্যালেন্স শিট নেই বলেও দাবি করা হচ্ছে। এমনকি টাকা অন্যত্র চিটফান্ড নয় এমন ক্ষেত্রেও পাঠানো হচ্ছে। এছাড়াও ফিক্স ডিপোজিট গ্রহণ করা হচ্ছে, যা নিয়মের বাইরে।
চিন-ইউকের 'স্বর্ণযুগ' শেষ! ফুঁসে উঠলেন সুনক, সাংবাদিক গ্রেফতারি ঘিরে পারদ চড়ছে
রেজিস্টারার অফ চিটফান্ডসের তরফে ভি রামকৃষ্ণ জানিয়েছেন, মরগদ রাশিতে শোকজ নোটিস দেওয়া হয়েছে। সেখানে ফরেন্সিক অডিট করা হবে। তিনি এও বলছেন যে, মরগদ রাশির তরফে তাঁদের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে না। জানা যাচ্ছে দফতর সূত্রে হায়দরাবাদে মরগদরাশির বহু অফিসে ফের একবার তল্লাশি চালানো হবে। এদিকে, বিষয়টি নিয়ে মরগদরাশির তরফে কোনও তথ্য জানা যায়নি। তারা এই বিষয়ে মিডিয়ার সঙ্গে কোনও কথা বলতে চাননি।