বাংলা নিউজ > ঘরে বাইরে > এবার সেলফিতেও সামাজিক দূরত্ব, synthetic group selfie-র পেটেন্ট পেল Apple

এবার সেলফিতেও সামাজিক দূরত্ব, synthetic group selfie-র পেটেন্ট পেল Apple

এবার সেলফি তোলার ক্ষেত্রেও সামাজিক দূরত্ব পালন করতে হবে।

পৃথক পৃথক সেলফি তোলার পর সেগুলি জুড়ে সিঙ্গল ইমেজ তৈরি করে ‘synthetic group selfie’ বানানো যাবে।

করোনা-পরবর্তী বিশ্বে বদলে গিয়েছে গ্রুপফি তোলার রীতিও। সামাজিক দূরত্ব পালন করে অনেকের ছবি একসঙ্গে তোলার নতুন কৌশল চালু করতে চলেছে Apple।

কোভিড-পরবর্তী বিশ্বে জীবন-যাপন ও যোগাযোগের আমূল পরিবর্তন ঘটে চলেছে। সামাজিক দূরত্ব বিধি পালন করে শখ-আহ্লাদ পূরণের নিত্যনতুন পন্থাও আবিষ্কৃত হচ্ছে। সেই পথে প্রথম পদক্ষেপ করতে চলেছে Apple।

জানা গিয়েছে, iPhone নির্মাণকারী সংস্থাটি সম্প্রতি এক পেটেন্ট নথিভুক্ত করেছে, যার সাহায্যে গ্রুপফি তোলার ক্ষেত্রেও সামাজিক দূরত্ব পালন করা যাবে। ভাববেন না যে, অ্যাপেল কোনও আল্ট্রা ওয়াইড সেলফি ক্যামেরা বাজারে আনতে চলেছে যা, বিস্তীর্ণ স্থান জুড়ে দূরত্বে দাঁড়িয়ে থাকা মানুষের সেল্ফি তোলা যাবে। বরং এ ক্ষেত্রে Apple সফ্টওয়্যারের কারিগরির সাহায্যে একাধিক ছবি বা ভিডিও কৃত্রিম ভাবে জোড়া লাগিয়ে নতুন ছবি তৈরি করা সম্ভব হবে।

Patently Apple-এ বলা হয়েছে যে, U.S. Patent and Trademark Office (USPTO) এই পেটেন্ট অনুমোদন করেছে। সেখানে আরও জানানো হয়েছে, পৃথক পৃথক সেলফি তোলার পর সেগুলি জুড়ে সিঙ্গল ইমেজ তৈরি করে ‘synthetic group selfie’ বানানো যাবে। এ ক্ষেত্রে ব্যবহার করা যাবে স্টিল ইমেজ, স্টোর করে রাখা ভিডিও, এমনকি লাইভ স্ট্রিমিং ইমেজও। এই প্রযুক্তির সাহায্যে ছবিতে থাকা মানুষের প্রেক্ষাপটও পরিবর্তন করা যাবে।

রিপোর্টে বলা হয়েছে, synthetic group selfie-কে মাল্টি রিসোর্স অবজেক্ট হিসেবে রাখা যাবে। যা একক সেলফি ইমেজ সংরক্ষণ করে রাখতে পারবে। এর ফলে যিনি synthetic group selfie বানাবেন, তিনি বা synthetic group selfie-র রেসিপিয়েন্ট এর মধ্যেই পৃথক পৃথক সেলফি অ্যারেঞ্জমেন্ট মডিফাই করতে পারে।

ওয়েবসাইটে ইলাস্ট্রেশন-এর মাধ্যমে বোঝানো হয়েছে, ইউজারকে যে বা যাঁরা এই গ্রুপ সেলফিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবে, তাঁকে সেলফি পাঠানোর আগে সংশ্লিষ্ট ব্যবহারকারী সেলফি ক্লিকড বা রিটেক-এর অপশান পাবেন। তার আগে সেই ব্যবহারকারী আমন্ত্রণ গ্রহণ বা ফিরিয়ে দেওয়ার অপশান পাবেন।

সম্ভবত এর জন্য সফ্টওয়্যারে কোনও পরিবর্তন আনতে চলেছে Apple। তাই ভবিষ্যতে অধিকাংশ iPhone-এ এই ফিচার থাকবে বলেও প্রত্যাশা করা যায়। তবে কবে এই ফিচার রোল-আউট হবে, সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি।

ঘরে বাইরে খবর

Latest News

হয় গতজন্মে বাংলায় জন্মেছিলাম, নয়ত পরজন্মে বাংলার কোনও মায়ের কোলে জন্ম নেব: মোদী নেপাল–জাকির গোষ্ঠীদ্বন্দ্ব অতীত, তৃণমূল সুপ্রিমোর বার্তায় এক যুযুধান দু’‌পক্ষ T20 WC-এর জন্য নিজের বাছাই করা একাদশে হার্দিককে রাখলেন না সেহওয়াগ,টিমে রয়েছে চমক '১২ বছর বয়সে যৌন নিগ্রহের শিকার! ভয়ে কাঁপতাম,কেউ ছিল না’, নীরবতা ভাঙলেন চূর্ণী '২৬ হাজার পরিবারের সুখ ছিনিয়ে নিল TMC-র দুর্নীতি', মোদীর মুখে SSC রায় আজকের ৮৮ আসনের ধনীতম প্রার্থীর সম্পত্তির পরিমাণে ঘুরবে মাথা! হুঙ্কারে কেঁপে উঠল আলিপুর, বিশাখাপত্তনম থেকে চিড়িয়াখানায় সাদা বাঘ আসল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ যে স্টেডিয়ামে হবে,তার কাজ এখনও অনেকটাই বাকি,তবু আশাবাদী ICC কাজ দেয়নি দিদি,পেটের টানে মোদীর 'দেশে', মালদায় কী বলছে পরিযায়ীদের পরিবার?

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.