অনিরুদ্ধ ধর
প্রফেসর আর্নল্ড ডিক্স ( Arnold Dix)। উত্তরকাশীকে টানেল বিপর্যয়ে উদ্ধারকারী টিমের অন্য়তম উপদেষ্টা হলেন তিনি। উদ্ধারকাজে স্পটে থেকে কাজ করে যাচ্ছেন তিনি। ১৩দিন ধরে সেখানে আটকে রয়েছেন শ্রমিকরা। গত কয়েকদিন ধরেই এই বিদেশি বিশেষজ্ঞকে বার বার দেখা গিয়েছে স্পটে। কিন্তু এই প্রফেসর আর্নল্ড ডিক্স আসলে কে? কী তাঁর পরিচয়?
সূত্রের খবর, তিনি হলেন ইন্টারন্য়াশানাল টানেলিং অ্য়ান্ড আন্ডাগ্রাউন্ড স্পেস অ্য়াসোসিয়েশনের সভাপতি। তিনিও বিশেষজ্ঞ টিমের অন্যতম। তিনি মাটির তলায় কোনও কাজ হলে তার বিশেষজ্ঞ হিসাবে কাজ করেন। বিশ্বের অন্যতম দক্ষ বিশেষজ্ঞ হিসাবে পরিচিত তিনি।
মাটির তলায় কোনও কাজ হলে, কোথাও কোনও ঝুঁকি হলে সেটা কীভাবে রক্ষা করা যাবে তা তিনি পরামর্শ দেন। উত্তরকাশীর ঘটনাস্থলে যাওয়ার পরেই তিনি সিল্কয়ারা টানেলটা ঘুরে দেখেন। এরপর তিনি এজেন্সিগুলির সঙ্গে কথা বলেন। তবে ডিক্স আসার পরেই যেন খেলা ঘুরে গেল। তিনি উদ্ধারকারী টিমের মধ্যেও আস্থা ফিরিয়ে আনেন।
ডিক্স পিটিআইকে জানিয়েছিলেন, মনে হচ্ছে পাহাড়টা অন্য় কিছু ভাবছে। এবার অগার মেশিনটা থামিয়ে কিছু মেরামত করতে হবে। আমাদের অন্য কিছু ভাবতে হবে। তিনি প্রথম থেকেই বলছিলেন, নতুন করে যাতে কোনও ঝুঁকি না আসে সেটা দেখতে হবে।
গোটা বিশ্বজুড়ে একাধিক টানেল বিপর্যয়ে তাঁর ডাক পড়েছে অতীতে। ২০১১ সালে তিনি আলান নেল্যান্ড অস্ট্রেলিয়ান টানেলিং সোসাইটির বাই অ্যানুয়াল পুরষ্কার পেয়েছিলেন। এদিকে ডিক্স একজন ব্যারিস্টারও। তিনি ব্রিটিশ ইনস্টিটিউট অফ ইনভেস্টিগেটরসের সদস্য। ভিক্টোরিয়ান বারেরও সদস্য তিনি। আবার টোকিও সিটি ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের অতিথি অধ্যাপক তিনি। তিন দশক ধরে তিনি ইঞ্জিনিয়ারিং, জিওলজি, আইন, রিস্ক ম্যানেজমেন্টের উপর কাজ করে যাচ্ছেন। একজন ব্যারিস্টারের পাশাপাশি তিনি রিস্ক ম্যানেজমেন্ট নিয়েও কাজ করেন। ন্যাশানাল ফায়ার প্রটেকশন অ্য়াসোসিয়েনের বিশেষ সম্মাননা পেয়েছিলেন তিনি।
এদিকে অত্যন্ত দক্ষতার সঙ্গে চলছে উদ্ধারকাজ। উত্তরাখণ্ডের মুখ্য়মন্ত্রী পুষ্কর সিং ধামি সবসময় নজর রাখছেন উদ্ধারকাজে।