দেশের স্কুলগুলির পরিস্থিতি নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের দাবি দেশের ৮০ শতাংশ স্কুল ‘জাঙ্ক ইয়ার্ড’ এ রূপান্তরিত হয়ে যাচ্ছে। 'প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া' যোজনার আওতায় ১৪,৫০০ স্কুলের উন্নতি করতে হবে গোটা দেশের নিরিখে। তবে কেজরিওয়ালের দাবি ১০ লাখ সরকারি স্কুলের উন্নতির দরকার।
নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে অরবিন্দ কেজরিওয়াল লেখেন, ‘ভারতে, দৈনিক ২৭ কোটি শিক্ষার্থী স্কুলে যায়, যার মধ্যে ১৮ কোটি শিক্ষার্থী সরকারি স্কুলে যায়। ৮০ শতাংশের বেশি সরকারি স্কুলের অবস্থা আবর্জনার চেয়েও খারাপ।’ এরই সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘ আমরা যদি আমাদের কোটি কোটি শিশুকে এমন শিক্ষা দিই, তাহলে ভারত কীভাবে উন্নত দেশ হবে?’ বাংলাদেশে ২০২৩ সাধারণ নির্বাচনের আগে হাসিনার ভারত সফর! কিছু তথ্য একনজরে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন। ১০ লাখ সরকারি স্কুলকে উন্নত করে তোলার জন্য প্রস্তুতি নেওয়া হোক। তিনি বলেন, ১৯৪৭ সালে দেশের স্বাধীনতার সময় থেকেই স্কুল শিক্ষা নিয়ে একটি গলদ রয়েছে। সেই সময়ই দেশের সমস্ত শহর ও গ্রামে একটি করে স্কুল তৈরির দরকার ছিল। আইআইটি খড়গপুরের প্রাক্তনী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক যে দেশের পরবর্তী (স্বাধীনতার) ৭৫ বছরেও স্কুল শিক্ষার মানের উন্নতি হয়নি।’ কেজরিওয়ালের প্রশ্ন ‘তাহলে কি ভারত এভাবেই আরও সময় নষ্ট করতে শুরু করবে?’ অরবিন্দ কেজরিওয়াল চিঠিতে মোদীকে লেখেন, ‘আমি আপনাকে অনুরোধ করছি যে দেশের ১০ লাখ স্কুলকে উন্নততর করার পরিকল্পনা করা হোক। ’