বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘না ফিরলে চাকরি থাকবে না’, লকডাউনের মধ্যেও কারখানার খোলায় বিপাকে শ্রমিকরা

‘না ফিরলে চাকরি থাকবে না’, লকডাউনের মধ্যেও কারখানার খোলায় বিপাকে শ্রমিকরা

লকডাউনের মধ্যেও কারখানার খোলায় বিপাকে শ্রমিকরা (ছবিটি প্রতীকী, সৌজন্য মেহমুদ জামান/বিডিনিউজ ২৪/ডয়চে ভেলে)

রবিবার থেকে খুলে যাচ্ছে তৈরি পোশাক-সহ রফতানিমুখী শিল্প কারখানা৷

বাংলাদেশে রবিবার থেকে খুলে যাচ্ছে তৈরি পোশাক-সহ রফতানিমুখী শিল্প কারখানা৷ সেই সিদ্ধান্তে শ্রমিকরা ঢাকায় ফিরতে গিয়ে অবর্ণনীয় দুর্ভোগ ও কষ্টের শিকার হচ্ছেন৷ অনেকেরই আশঙ্কা, সময়মতো কর্মস্থলে না ফিরলে তাঁদের চাকরি থাকবে না৷

লকডাউনের পাঁচদিন বাকি থাকতেই কারখানা খোলার সিদ্ধান্ত হলেও দূরপাল্লার সব ধরনের যানবাহন বন্ধ আছে৷ কারখানার পক্ষ থেকেও কোনও যানবাহনের ব্যবস্থা করা হয়নি৷ তাই পায়ে হেঁটে, ভ্যান ও রিক্সায় করে যে যার মতো ফিরছেন৷ ফেরিঘাট আর সড়কে ঢাকামুখী পোশাক কর্মীদের যেন মিছিল নেমেছে৷

মনারুল ইসলামের সাথে কথা হয় শনিবার দুপরের পর৷ তিনি ঢাকার মোহাম্মদপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন৷ বাড়ি সিরাজগঞ্জে৷ মনারুল বলেন, ‘সরকারের কারখানা খোলার ঘোষণার পর অফিস থেকে ফোন করা হয়, এসএমএস পাঠানো হয়৷ বলা হয় যে কোনও উপায়ে ১ অগষ্ট অফিসে হাজির থাকতে হবে৷ যদি তার অন্যথা হয় তাহলে চাকরি থাকবে না৷’

মনারুল-সহ তিনজন পোশাককর্মী শনিবার সকালেই সিরাজগঞ্জ থেকে রওনা হন৷ তাদের সঙ্গে একজন নারী সহকর্মীও ছিলেন৷ তাঁরা কখনো ভ্যান, কখনও পায়ে হেঁটে, আবার কখনও ব্যাটারিচালিত ইজিবাইকে করে ঢাকার গাবতলি আসেন দুপরের পর৷ তিনি বলেন, ‘আমাদের একজনের ঢাকায় আসতে ২৫০ টাকা খরচ হয়, কিন্তু এবার খরচ হয়েছে ৮০০ টাকা৷’ চাকরির ভয়ে সবাই যে যেভাবে পারছেন কর্মস্থলে ফিরছেন বলে জানান তিনি৷

মো. আকাশ মিয়া কাজ করেন সাভারের হেমায়েতপুরের একটি পোশাক কারখানায়৷ তার বাড়ি রাজবাড়ি৷ তিনিও দুপরের পর তার স্ত্রী ও এক সান্তানকে নিয়ে সাভার এলাকায় আসেন৷ কীভাবে আসলেন জানতে চাইলে বলেন, ‘রাজবাড়ি থেকে ভ্যানে দৌলতদিয়া ফেরিঘাটে রওনা দেওয়ার পর মাঝখানে পুলিশ নামিয়ে দেয়৷ এরপর কখনও পায়ে হেঁটে আবার কখনো ভ্যানে ফেরি ঘাটে পৌঁছাই৷ ফেরি পার হওয়ার পর তারপর আবার পায়ে হেঁটে ও ভ্যানে করে সাভার আসি৷ কী যে কষ্ট হয়েছে বলে বুঝাতে পারব না৷’

কেন আসলেন? লকডাউনের পরেও তো আসতে পারতেন? এমন প্রশ্নের জবাবে আকাশ বলেন, ‘না আসলে তো চাকরি থাকবে না৷ তখন খাবো কী,’ জবাব আকাশের৷ এরকম ফিরে আসার কষ্টের গল্প গাবতলি ও সাভার এলাকায় অনেকের মুখেই শোনা গিয়েছে৷ কেউ কেউ এই যাত্রায় ক্ষুধার্ত আর ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে পড়েন৷

বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ একদিন আগে বলেছে, ৮০ ভাগ শ্রমিকই চলে এসেছে৷ যারা চলে এসেছে তাদের দিয়েই পোশাক কারখানা চালু করা হবে৷ যারা আসতে পারবে না তাদের চাকরি যাবে না৷ খোলা হবে ঢাকার আশপাশের কারখানা৷ বিজিএমইএ'র সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম দাবি করেন, ‘‘ঈদের ছুটিতে এবার শ্রমিকরা বাড়ি যাননি৷ যাঁরা গিয়েছেন, তাঁরা এরইমধ্যে চলে এসেছে৷ ২০ ভাগের মতো শ্রমিক বাড়িতে আছেন৷ তাঁদের যে শনিবারের মধ্যে আসতে হবে তা নয়৷ লকডাউন শেষে আসলেও চলবে৷’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও বলেছেন, শ্রমিকরা না আসতে পারলে তাদের চাকরি যাবে না৷ কিন্তু বাস্তবে পরিস্থিতি উল্টো৷ ফিরে আসা পোশাক শ্রমিকরা বলেন, তাঁদের ফোন করে এবং মেসেজ দিয়ে তাদের কারখানা থেকে বলা হয়েছে, শনিবারের মধ্যে আসতে হবে৷ না আসতে পারলে চাকরি থাকবে না৷

জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য লিগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, ‘বিজিএমইএ অসত্য কথা বলছে৷ ইদের ছুটিতে শতভাগ শ্রমিক গ্রামের বাড়িতে গিয়েছেন৷ তাঁরা এখন খোলার খবরে ফিরে আসতে বাধ্য হয়েছেন৷ আগে কোনও শ্রমিক ঢাকা আসেননি৷ তাঁদের চাকরির ভয় দেখিয়ে এই লকডাউনের মধ্যেও আসতে বাধ্য করা হচ্ছে৷ কিন্তু তাদের জন্য কোনেও ধরনের যানবাহনের ব্যবস্থা করা হয়নি৷’ তিনি আরও বলেন, ‘পোশাক শ্রমিকরা বিপাকে পড়ে আমাদের ফোন করছেন৷ কিন্তু আমরা তাঁদের জন্য কিছুই করতে পারছি না৷ তাঁরা অবর্ণনীয় কষ্ট ভোগ করে কর্মস্থলে ফিরছেন৷’

বিজিএমইএ'র প্রাক্তন সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘শ্রমিকরা যেভাবে গিয়েছেন, সেভাবেই ফিরছেন৷ তাঁরা দুই ইদেই এরকম করেছেন৷ এই ইদে তাঁদের বাড়ি না যেতে বলা হয়েছিল৷ কিন্তু তাঁরা গিয়েছেন৷ এখন খোলার খবর পেয়ে ছুটে আসছেন৷ তবে কেউ আসতে না পারলে চাকরি যাবে না৷ আমরা চাই না যে এই ভাবে স্বাস্থ্যবিধি না মেনে কেউ আসুক৷’ অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোববার থেকে পুরো স্বাস্থ্যবিধি মেনেই পোশাক কারখানা চালু হচ্ছে৷ ডেল্টা ভ্যারিয়েন্ট-এর কারণে আমরা আরো বেশি সতর্ক থাকব৷’ বাংলাদেশে সাড়ে চার হাজারের মতো পোশাক কারখানায় ৪০ লাখেরও বেশি শ্রমিক কাজ করেন৷ যাদের অধিকাংশই নারী৷ এই শ্রমিকরা এখন ছুটছেন গণপরিবহন বিহীন লকডাউনের মধ্যে৷

পরবর্তী খবর

Latest News

পার্লারে না গিয়ে ঘরে বসেই গ্রিন টি দিয়ে করুন ফেসিয়াল, উপকারের লিস্ট এত লম্বা ২৫ বছর আসন পুনর্বিন্যাস স্থগিত রাখার দাবিতে একজোট দক্ষিণ ভারত, ব্যতিক্রম অন্ধ্র! IPL 2025: রাত ১১:৩০ টায় ব্যাটিং করছেন ধোনি! মাহির কঠিন পরিশ্রমের রহস্য ফাঁস ওজন কমাতে চান? এই উপায়ে গ্রিন টি পান করুন, উপকার পাবেনই ব্রেকফাস্টের জন্য দুধ না কলা, কোনটি বেশি ভালো? বন্দে ভারত নয়, রাজধানীও নয়, সবচেয়ে বেশি দূরত্ব ননস্টপ ছোটে এই এক্সপ্রেস! পরনে সাদা পোশাক, রাতে বাড়ি বাড়ি গিয়ে বাজাচ্ছেন বেল, মহিলাকে ঘিরে রহস্য MP-তে নিজের ৩ বছরের সন্তানের গলা কেটে খুন সফ্টওয়্যার কর্মীর! স্ত্রীর সঙ্গে ঝগড়ার পরই… এই ৭ গুণাবলী সম্পন্ন ছেলেদের জন্য মেয়েরা পাগল! একবার নয়, ২ হয়েছিল শ্যুটিং, কী হয়েছিল 'জো জিতা ওহি সিকান্দর'-এর ফ্লোরে?

IPL 2025 News in Bangla

IPL 2025: রাত ১১:৩০ টায় ব্যাটিং করছেন ধোনি! মাহির কঠিন পরিশ্রমের রহস্য ফাঁস ২০০৮-তে ছিল ৪.৮ কোটি টাকা! এখন IPL-র পুরস্কার মূল্য শুনলে মাথা ঘুরে যাবে পুরো বিরাট ভাই, বিরাট ভাই….কলকাতায় বাস থেকে লোক নামিয়ে খুদে ফ্যানকে দিলেন সই- ভিডিয়ো 'আমার সঙ্গে LSG যোগাযোগ করেছে', দাবি তাসকিনের, বল ঠেললেন বাংলাদেশ বোর্ডের কোর্টে প্রথম ১৫ আইপিএলে মাত্র ১০ বার ২০০-র বেশি রান উঠেছে ইডেনে, শেষ ২ বছরে ১২ বার New Super Over Rules: IPL 2025-এ কতক্ষণের মধ্যে সুপার ওভার শেষ করতে হবে? ঝড়ের ধাক্কা কাটিয়ে হার্দিক এখন আরও শক্তিশালী! MI অধিনায়কের পাশে প্রাক্তন কোচ ‘আপনি মুসলিম?', ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী বোলারের পোস্টে অবাক নেটপাড়া আকাশের মেঘলা,বৃষ্টিও পড়ছে, KKR vs RCB ম্যাচ শেষ কখন শুরু করা যেতে পারে?নিয়ম কী? IPL 2025-এ ১০ নম্বরে শেষ করবে কোহলির RCB! কেন এমন বললেন গিলক্রিস্ট? ভনের বাজি DC

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.