বাংলা নিউজ > ঘরে বাইরে > Indian Railways: কাশ্মীর ও দেশের বাকি অংশের মধ্যে ট্রেন চলাচল কবে থেকে শুরু হবে? জানিয়ে দিলেন রেলমন্ত্রী

Indian Railways: কাশ্মীর ও দেশের বাকি অংশের মধ্যে ট্রেন চলাচল কবে থেকে শুরু হবে? জানিয়ে দিলেন রেলমন্ত্রী

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। (Photo by TAUSEEF MUSTAFA / AFP) (AFP)

চেনাব রেলব্রিজের ভূয়সী প্রশংসা করে রেলমন্ত্রী বলেন,' এটি আইফেল টাওয়ারের থেকেও উঁচু। সব টেস্ট সম্পন্ন হয়েছে। আর সব সাফল্যমণ্ডিত হয়েছে। উচ্চ বেগ বাতাস, চরম তাপমাত্রা, ভূমিকম্প প্রবণ এলাকা, জলবিদ্যুৎ প্রভাব, সব ভালো করে খতিয়ে দেখা হয়েছে। এবার ব্রিজ তৈরি রয়েছে তার পথ চলা শুরু করতে।'

দেশের বাকি অংশের সঙ্গে কাশ্মীর উপত্যকার রেল যোগাযোগ কবে স্বাভাবিক হতে চলেছে? এই প্রশ্নের উত্তর এবার উঠে এল স্বয়ং দেশের রেলমন্ত্রীর তরফে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন বলেন, বিশেষভাবে নক্সা করা বন্দে ভারত ট্রেনকে তৈরিই করা হয়েছে বানিহাল থেকে উধমপুরের জন্য। তিনি জানান কাশ্মীরের সঙ্গে দেশের বাকি অংশের রেল যোগাযোগ আগামী বছরেই হবে।

ভূস্বর্গের নওগাম এলাকার শ্রীনগর রেল স্টেশনে এক সাংবাদিক সম্মেলন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই সাংবাদিক সম্মেলনেই অশ্বিনী বৈষ্ণব বলেন, জম্মুর সঙ্গে শ্রীনগরের যোগাযোগের জন্য উধমপুর ও বানিহাল ট্র্যাকের কাজ চলছে। আর তা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হয়ে যাবে কিম্বা পরের বছরের মধ্যে তা শেষ হবে। সদ্য উধমপুর-বারামুলা রেল লিঙ্ক প্রজেক্টের কাজ খতিয়ে দেখতে ভূস্বর্গে গিয়েছিলেন অশ্বিনী বৈষ্ণব। উল্লেখ্য, এই লাইনেই বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ রয়েছে। চেনাবের উপর বিশ্বের উচ্চতম রেল ব্রিজ দিয়ে ভারতের স্বপ্নের রেল সফরের অপেক্ষায় দেশ। সেই কাজ কতদূর এগিয়েছে, তা পরিদর্শন করতে গিয়েছিলেন খোদ রেলমন্ত্রী। চেনাব রেলব্রিজের ভূয়সী প্রশংসা করে রেলমন্ত্রী বলেন,' এটি আইফেল টাওয়ারের থেকেও উঁচু। সব টেস্ট সম্পন্ন হয়েছে। আর সব সাফল্যমণ্ডিত হয়েছে। উচ্চ বেগ বাতাস, চরম তাপমাত্রা, ভূমিকম্প প্রবণ এলাকা, জলবিদ্যুৎ প্রভাব, সব ভালো করে খতিয়ে দেখা হয়েছে। এবার ব্রিজ তৈরি রয়েছে তার পথ চলা শুরু করতে।' ( মোদী পদবী মন্তব্যে রাহুলকে ঘিরে পারদ চড়তেই খুশবুর পুরনো টুইট তুলে তোপ কংগ্রেসের)

উল্লেখ্য, কাশ্মীর সফরে গিয়ে রেলমন্ত্রী পরিদর্শন করেন ভূস্বর্গে দেশের প্রথম রেলস্টেশন। স্টেশনে অবস্থিত একটি দোকান থেকে কিছু সামগ্রীও কেনেন রেলমন্ত্রী। রেলমন্ত্রী পরে এই কেনাকাটা নিয়ে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ স্টল থেকে কেনাকাটা নিয়ে মন্তব্য করেন। উল্লেখ্য, ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ এই প্রকল্পের আওতায় পণ্য বিক্রির সঙ্গে সঙ্গে পরিকাঠামোগত কিছু সহায়তা দেওয়া হয় যাতে ওই দোকান থেকে পণ্য বিক্রি হয়। উল্লেখ্য, কাশ্মীরের যে স্টেশনের দোকান থেকে পণ্য সামগ্রী কেনেন রেলমন্ত্রী সেটি অবস্থিত বারামুলায়। এই ধরনের দোকানের মাধ্যমে স্থানীয়দের পণ্য তৈরি ও বিক্রি করতে উৎসাহ দেওয়া হয়।

 

 

 

 

 

বন্ধ করুন