গত ১০ই মার্চ উত্তরপ্রদেশের লখিমপুর খেরির কৃষক হত্যার মামলায় এক প্রত্যক্ষদর্শী সাক্ষীর উপর হামলা হয়েছিল বলে অভিযোগ। তবে এই হামলার সঙ্গে লখিমপুরের কোনও যোগসূত্র নেই বলে জানিয়ে দিল সরকার। পাশাপাশি সমস্ত সাক্ষী ও ভুক্তভোগীকে সুরক্ষা দেওয়া হয়েছে বলেও জানিয়ে দিল যোগী সরকার। এদিকে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশিস মিশ্রের জামিনের বিরোধিতা করেও আবেদন করা হয়েছিল। অন্যদিকে কৃষক পরিবারের তরফে দাবি করা হয়েছে সরকার জামিনের বিরোধিতা করেনি। তবে সরকার একথা মানতে চায়নি।
এদিকে এই ঘটনার এক সাক্ষীর উপর হামলা চালানো হয়েছিল বলে আদালতের নজরে এনেছিল কৃষক পরিবার। এনিয়ে আদালত রাজ্যকে নির্দেশ দেয় যাতে সমস্ত সাক্ষীকে উপযুক্ত সুরক্ষা দেওয়া হয়। এনিয়ে হলফনামা জারি করে ব্যাখ্যা দেয় রাজ্য। গত ২৩শে মার্চ জারি করা সেই হলফনামায় উল্লেখ করা হয়েছে, সাক্ষী ও ক্ষতিগ্রস্তদের পরিবারকে সবরকম সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। গত ১০ মার্চ যে ঘটনা হয়েছে তার সঙ্গে ৩রা অক্টোবর লখিমপুর খেরির ঘটনার কোনও যোগ নেই।
এদিকে আবেদনকারীর তরফে জানানো হয়েছে, দিলজোৎ সিং নামে এক সাক্ষীকে বেধড়ক মারধর করা হয়েছে। দুষ্কৃতীরা হুমকি দিয়েছে, প্রধান অভিযুক্ত আশিস মিশ্র জামিন পেয়ে গিয়েছে। ইউপিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। এবার কে বাঁচাবে! তবে রাজ্যের দাবি, হোলি খেলা নিয়ে গন্ডগোল হয়েছিল। এর সঙ্গে লখিমপুর খেরির সম্পর্ক নেই।