রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জারি করা নিয়ম ভঙ্গের জের। অ্যাক্সিস ব্যাঙ্ককে মোটা অঙ্কের জরিমানা দিতে নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। পাশাপাশি মনপ্পুরম ফাইন্যান্স লিমিটেডকেও জরিমানা করেছে আরবিআই। রিপোর্ট অনুযায়ী, অ্যাক্সিস ব্যাঙ্ককে ৯০.৯২ লাখ টাকা জরিমানা করেছে আরবিআই। বৃহস্পতিবারই এই সংক্রান্ত নির্দেশিকাটি প্রকাশ্যে আসে। অন্যদিকে একাধিক নির্দেশ না মেনে চলার জন্য মনপ্পুরম ফাইন্যান্স লিমিটেডকেও ৪২.৭৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিবৃতি জারি করে আরবিআই বলেছে, ঋণ সংক্রান্ত কেওয়াইসি নির্দেশিকাগুলি ও রিস্ক ম্যানেজমেন্ট সংক্রান্ত বেশ কিছু নিয়ম অমান্য করার জেরেই অ্যাক্সিস এবং মনপ্পুরমের ঘাড়ে নেমে এসেছে জরিমানার খাড়া। (আরও পড়ুন: 'হারিয়েছে' আম জনতার ১৭১ কোটি টাকা, কলকাতা পুলিশে FIR করল এই সরকারি ব্যাঙ্ক)
জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেওয়াইসি নির্দেশিকা, কারেন্ট অ্যাকাউন্ট খোলা ও পরিচালনার ক্ষেত্রে কোড অফ কন্ডাক্ট, রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে গাইডলাইনের মতো একাধিক বিষয় লঙ্ঘন করা হয়েছে। এই আবহে জরিমানা করা হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ককে। গত ২ নভেম্বরই নাকি এই সংক্রান্ত নির্দেশিকা অ্যাক্সিস ব্যাঙ্ককে পাঠিয়েছিল আরবিআই। এদিকে নন- ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি সংক্রান্ত নির্দেশিকা অমান্য করেছে মনপ্পুরম। এর জন্য তাদেরকেও দিতে হবে মোটা অঙ্কের দরিমানা। এছাড়া আনন্দ রথী গ্লোবাল ফাইন্যান্স লিমিটেডকে ২০ লাখ টাকা জরিমানা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: ব্যক্তিগত ঋণ এবং ক্রেডিট কার্ডের নিয়মে কড়াকড়ি আনল RBI, এর প্রভাব পড়বে কী?
এদিকে সম্প্রতি বাজাজ ফিনান্সের বিরুদ্ধেও বড় পদক্ষেপ করেছিল আরবিআই। বাজাজ ফাইন্যান্স লিমিটেডকে তাদের দুই ধরনের ঋণ পরিষেবা - 'ইকম' এবং 'ইন্সটা ইএমআই কার্ড' বন্ধ করতে বলা হয়েছে আরবিআই-এর তরফে। এর আগে গত অক্টোবরে বাজাজকেও মোটা অঙ্কের জরিমানা করেছিল আরবিআই। সময়মতো বেশ কিছু জালিয়াতির ঘটনা রিপোর্ট করতে ব্যর্থ হওয়ায় তাদের সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এদিকে অক্টোবরে আরবিএল-কে জরিমানা বাবদ ৬৪ লাখ টাকা জমা দিতে বলা হয় আরবিআই-এর তরফে। এছাড়া ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে জরিমানা বাবদ ১ কোটি টাকা দিতে নির্দেশ দিয়েছিল আরবিআই। নির্দিষ্ট নির্দেশাবলী অমান্য করায় জরিমানা করা হয়েছিল ইউনিয়ন ব্যাঙ্ককে। এদিকে ২০১৮, ২০১৯ এবং ২০২০ - এই তিনটি আর্থিক বছর শেষ হওয়ার এক মাসের মধ্যে সংস্থার প্রধান শেয়ারহোল্ডারদের একজনের কাছ থেকে ফর্ম বি-তে বার্ষিক ঘোষণা নিয়ে তা জমা দেয়নি আরবিএল। তাই জরিমানার মুখে পড়তে হয় তাদের।