বাংলা নিউজ > ঘরে বাইরে > Bageshwar Dhaam: বাগেশ্বরের স্বঘোষিত ধর্মগুরুর বিয়ে নিয়ে বড় প্রশ্ন? জয়া কিশোরীর নাম উঠতেই কী বললেন ধীরেন্দ্র শাস্ত্রী!

Bageshwar Dhaam: বাগেশ্বরের স্বঘোষিত ধর্মগুরুর বিয়ে নিয়ে বড় প্রশ্ন? জয়া কিশোরীর নাম উঠতেই কী বললেন ধীরেন্দ্র শাস্ত্রী!

বাগেশ্বর ধাম ধীরেন্দ্র শাস্ত্রীর সঙ্গে বিয়ে হচ্ছে কি জয়া কিশোরীর?

প্রশ্ন উঠেছিল, আদৌ কি কোনও দিনও স্বঘোষিত ধর্মগুরু বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী বিয়ে করবেন? তার উত্তরে বিতর্কের কেন্দ্রে থাকা এই ধর্মগুরু বলেন, তিনি বিয়ে করবেন, তবে কোনও মহিলার সঙ্গে যেন তাঁর নাম না সংযুক্ত করা হয়। তিনি বলছেন, তাঁর গুরুদেব তাঁকে বিয়ে করার অনুমতি দিয়েছেন। সাক্ষাৎকারে ধীরেন্দ্র শাস্ত্রী বলছেন, তাঁকে জেনে বুঝে টার্গেট করা হচ্ছে।

বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী বিভিন্ন কারণে খবরের শিরোনামে রয়েছেন। তাঁর বক্তব্য ও তা ঘিরে ধেয়ে আসা পর পর চ্যালেঞ্জের ঝড় ঘিরে নানান বিতর্ক তৈরি হয়েছে। সদ্য সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘যা লিখব তা সত্যি হবে’। এরপর সদ্য স্বঘোষিত এই ধর্মগুরুকে প্রশ্ন করা হয় যে, তিনি কি বিয়ে করছেন জয়া কিশোরী নামের কাউকে? প্রশ্নের উত্তরে স্বঘোষিত ধর্মগুরু কী বললেন, দেখুন।

প্রশ্ন উঠেছিল, আদৌ কি কোনও দিনও স্বঘোষিত ধর্মগুরু বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী বিয়ে করবেন? তার উত্তরে বিতর্কের কেন্দ্রে থাকা এই ধর্মগুরু বলেন, তিনি বিয়ে করবেন, তবে কোনও মহিলার সঙ্গে যেন তাঁর নাম না সংযুক্ত করা হয়। তিনি বলছেন, তাঁর গুরুদেব তাঁকে বিয়ে করার অনুমতি দিয়েছেন। সাক্ষাৎকারে ধীরেন্দ্র শাস্ত্রী বলছেন, তাঁকে জেনে বুঝে টার্গেট করা হচ্ছে। তিনি বলছেন, তিনি একজন সাধু। আর সাধুকে টার্গেট করার দুটি রূপ হতে পারে, একটি হল মহিলার মাধ্যমে অন্যটি হল টাকা দিয়ে। বাগেস্বর ধামের এই সাধু বলছেন, তাঁকে টার্গেট করার আগেই তিনি বিয়ে করে ফেলবেন। ফলে তাঁর বিরোধীদের সমস্ত চেষ্টা তিনি বিফল করে দেবের বলে দাবি করেছেন।

সাক্ষাৎকারে ধীরেন্দ্র শাস্ত্রীকে প্রশ্ন করা হয় যে, মোটিভেশনাল স্পিকার জয়া কিশোরীর সঙ্গে প্রায়ই বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রীর নাম জুড়ে যাওয়ার ঘটনা সামনে আসে। ধীরেন্দ্র শাস্ত্রীকে প্রশ্ন করা হয় যে, তিনি কি জয়া কিশোরীকে বিয়ে করবেন? এর উত্তরে ধীরেন্দ্র শাস্ত্রী বলেন, কারোর নামের সঙ্গে যেন তাঁর নাম না জুড়ে দেওয়া হয়। তবে তিনি বলছেন, তাঁর বাবা মা ও গুরুদেব সিদ্ধান্ত নেবেন তাঁর বিয়ে কোথায় হবে। 

সাক্ষাৎকারে জয়া কিশোরীকে বোন হিসাবে আখ্যা দিয়েছেন ধীরেন্দ্র শাস্ত্রী। তিনি জানান, জয়া কিশোরীর সঙ্গে তাঁর কখনওই দেখা হয়নি। আর তিনি নিজের বোনের মতো বলে জয়া কিশোরী সম্পর্কে মন্তব্য করেন ধীরেন্দ্র শাস্ত্রী। 

প্রসঙ্গত, যে বিবাদকে ঘিরে ধীরেন্দ্র শাস্ত্রীর নাম উঠে আসছে, তা হল নাগপুরের এক সংগঠন অভিযোগ তুলেছিল যে ধীরেন্দ্র শাস্ত্রী সমাজে অন্ধবিশ্বাস ছড়াচ্ছেন। আর তার জেরে ধীরেন্দ্র শাস্ত্রীর এক বক্তব্যকে ঘিরে তাঁকে চ্যালেঞ্জ করা হয়। তবে অভিযোগ, সেই চ্যালেঞ্জের আগেই এলাকা থেকে চলে আসেন ধীরেন্দ্র শাস্ত্রী। পরে তা নিয়ে মুখ খুলে তিনি বলেন, তাঁর সভা ২ দিন আগেই শেষ হওয়ায় তিনি সেখান থেকে ফিরে আসেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন