ফেব্রুয়ারিতে হাতগোনা কয়েকটি দিন ব্যাঙ্ক বন্ধ ছিল। কলকাতা-সহ পশ্চিমবঙ্গে তো সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মাত্র একদিন ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম হয়নি। তবে মার্চে সেরকম হবে না। মার্চে পাঁচটি রবিবার (বাড়তি একটি রবিবার) এবং দুটি শনিবারের পাশাপাশি কলকাতা-সহ পশ্চিমবঙ্গে আরও দু'দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। যে মাসে মহাশিবরাত্রি, দোল এবং গুড ফ্রাইডে পড়েছে। সবমিলিয়ে মার্চে দেশের বিভিন্ন প্রান্তে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে, সেই তালিকা দেখে নিন।
মার্চে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে?
১) ১ মার্চ (শুক্রবার): শুধুমাত্র আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেদিন কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম চলবে।
২) ৩ মার্চ (রবিবার): সাপ্তাহিক ছুটি। রবিবার হওয়ায় দেশের সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩) ৮ মার্চ (শুক্রবার): সেদিন মহাশিবরাত্রি পড়েছে। আমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ), হায়দরাবাদ (তেলাঙ্গানা), জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বই, নাগপুর, রাইপুর, রাঁচি, শিমলা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্কের কাজকর্ম চলবে।
৪) ৯ মার্চ (শনিবার): দ্বিতীয় শনিবার হওয়ায় কলকাতা-সহ দেশের সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫) ১০ মার্চ (রবিবার): সাপ্তাহিক ছুটি। দেশের সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬) ১৬ মার্চ (রবিবার): সাপ্তাহিক ছুটি থাকবে।
৭) ২২ মার্চ (শুক্রবার): সেদিন শুধুমাত্র পাটনা-সহ বিহারে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮) ২৩ মার্চ (শনিবার): চতুর্থ শনিবার। দেশের সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৯) ২৪ মার্চ (রবিবার): রবিবার হওয়ায় সেদিন দেশের সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১০) ২৫ মার্চ (সোমবার): দোলযাত্রার কারণে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাছাড়া আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ), হায়দরাবাদ (তেলাঙ্গানা) ইটানগর, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, রাইপুর, রাঁচি, শিলং এবং শিমলার ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম হবে না। ছুটি থাকবে।
১১) ২৬ মার্চ (মঙ্গলবার): ভুবনেশ্বর, ইম্ফল এবং পাটনায় ব্যাঙ্কে ছুটি থাকবে। টানা তিনদিন ছুটির পরে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে খোলা থাকবে ব্যাঙ্ক।
১২) ২৭ মার্চ (বুধবার): সেদিন শুধু পাটনায় ব্যাঙ্ক থাকবে। পশ্চিমবঙ্গে ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম চলবে।
১৩) ২৯ মার্চ (শুক্রবার): গুড ফ্রাইডে'র কারণে আমদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ), হায়দরাবাদ (তেলাঙ্গানা), ইম্ফল, ইটানগর, কানপুর, কোচি, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রাইপুর, রাঁচি, শিলং এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪) ৩১ মার্চ (রবিবার): আগামী মাসে পাঁচটি রবিবার। ফলে একটা বাড়তি সাপ্তাহিক ছুটি থাকবে ব্যাঙ্কে।