বাংলা নিউজ > ঘরে বাইরে > পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে কী এমন ঘটল! মিটিংয়ের পরই বেলারুসের প্রেসিডেন্ট ভর্তি হাসপাতালে, চলছে চিকিৎসা

পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে কী এমন ঘটল! মিটিংয়ের পরই বেলারুসের প্রেসিডেন্ট ভর্তি হাসপাতালে, চলছে চিকিৎসা

লুকাশেনকোর অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন বেলারুসের মূল বিরোধী নেতা ভালেরি শেপকালো। তিনি জানিয়েছেন প্রাথমিক তথ্য অনুযায়ী, মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে লুকাশেনকোকে। তাঁকে সেখানেই চিকিৎসকা করা হচ্ছে বলে খবর।