বিশ্বব্যাঙ্কের সঙ্গে বিপুল লোনের চুক্তি করল বাংলাদেশ সরকার। সূত্রের খবর, সব মিলিয়ে বাংলাদেশ সরকার ১ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে বাংলাদেশ সরকারের সঙ্গে। এই বিপুল অর্থে বাংলাদেশের শিশুদের শিক্ষা, স্কুলস্তরে শিক্ষা, নদী বাঁধ তৈরি, নদীগুলিতে নাব্যতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্য ও গ্য়াস বণ্টন সংক্রান্ত কাজ হবে।
বৃহস্পতিবার এনিয়ে ঢাকাতে পাঁচটি চুক্তি হয়েছে। বাংলাদেশের অর্থ সম্পর্কের ডিভিশনের পদস্থ সচিব শারিফা খান ও বিশ্বব্যাঙ্কের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে শেখ এই চুক্তির সময় ছিলেন। তাদের মধ্যে চুক্তি হয়েছে। সংবাদ সংস্থা জিনহুয়াতে তেমনটাই জানানো হয়েছে।
এই বিপুল অর্থে বাংলাদেশের বিরাট উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। তার মধ্য়ে একাধিক প্রকল্প রয়েছে। গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের উন্নতির জন্য় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। সেই সঙ্গেই চার বছরের নীচে যে শিশুরা রয়েছে তাদের সুরক্ষা ও স্বাস্থ্য ঠিকঠাক রাখার জন্যও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর।
সেই সঙ্গে স্কুলস্তরে শিক্ষার পরিকাঠামো উন্নতির উপরেও জোর দেওয়া হবে এই অর্থে। বিশ্বব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, যমুনা নদীর ব্যবস্থাপন প্রকল্প ১ ও শহরাঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্যখাতে উন্নতি, জনসংখ্যাবৃদ্ধি রোধ করার ক্ষেত্রে প্রয়োজনীয় কাজ করা হবে এই অর্থে। পাশাপাশি বাংলাদেশে মশাবাহিত রোগের বাড়বাড়ন্ত যথেষ্ট রয়েছে। সেকারণে মশাবাহিত রোগ প্রতিরোধেও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যমুনা নদীর বাঁধ তৈরি, নাব্যতা বৃদ্ধি করার কাজ করা হবে। ২৫০০ হেক্টর জমিকে বাঁচানো, বন্যার হাত থেকে রক্ষার করার কাজ করা হবে এই অর্থে।
বাংলাদেশের অর্থ সম্পর্কের ডিভিশনের পদস্থ সচিব শারিফা খান জানিয়েছেন, ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যবিত্তের মর্যাদা পাওয়া আর ২০৪১ সালের মধ্য়ে উচ্চবিত্তের মর্যাদা পাওয়ার জন্য টার্গেট ঠিক করা হয়েছে। বাংলাদেশ ও বিশ্বব্যাঙ্কের মধ্যে বড় চুক্তি হয়েছে।
বিশ্বব্যাঙ্কের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে শেখ জানিয়েছেন, বিশ্বব্যাঙ্কের একটা বড় অংশীদার হল বাংলাদেশ। এই গ্রহ থেকে দারিদ্রতাকে দূর করার জন্য় সবরকম চেষ্টা করা হচ্ছে। সেই স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাঙ্কের সম্পর্ক রয়েছে।সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, এই সম্পর্কের মাধ্যমে বাংলাদেশের প্রচুর মানুষকে দারিদ্রতা থেকে মুক্তি দেওয়া হয়েছে।