বাংলা নিউজ > ঘরে বাইরে > BJP Candidate list: মেঘালয়ে প্রার্থী তালিকা বিজেপির, ট্যাগলাইন M power Meghalaya

BJP Candidate list: মেঘালয়ে প্রার্থী তালিকা বিজেপির, ট্যাগলাইন M power Meghalaya

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল ছবি (ANI Photo) (ANI)

প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক। বিজেপির রাজ্য সভাপতি আর্নেস্ট মাউরি, তিনজন প্রাক্তন বিধায়ক এমএম ডাঙ্গো, ডি জিনডিয়াং ও এডমান্ড কে সাংমা রয়েছেন। প্রাক্তন আইপিএস মারিয়াহোম খারক্রাং দাঁড়াচ্ছেন উত্তর শিলং থেকে।

ডি লৈতফ্লাং

মেঘালয়ে বিধানসভা নির্বাচন। তার আগে ৬০টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। বিজেপি মেঘালয়ে ক্ষমতাশীল দলের সহযোগী হিসাবেই কাজ করে। দিল্লিতে কেন্দ্রীয় ইলেকশন কমিটি এই তালিকাটি অনুমোদন করেছে। এই প্রার্থী তালিকায় ৬জন মহিলা প্রার্থীও রয়েছেন।

প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক। বিজেপির রাজ্য সভাপতি আর্নেস্ট মাউরি, তিনজন প্রাক্তন বিধায়ক এমএম ডাঙ্গো, ডি জিনডিয়াং ও এডমান্ড কে সাংমা রয়েছেন। প্রাক্তন আইপিএস মারিয়াহোম খারক্রাং দাঁড়াচ্ছেন উত্তর শিলং থেকে। দলের রাজ্য সভাপতি জানিয়েছে, এবার বহু আসনে বিজেপি জিতবে। ২০১৮ সালে বিজেপি ৪৭টি আসনে লড়াই করেছিল। সেবার মাত্র দুটি আসনে জিতেছিল বিজেপি। ৭টি আসনে বিজেপি ছিল দ্বিতীয়। ১২টি আসনে বিজেপি ছিল তৃতীয় স্থানে। প্রার্থী তালিকা প্রকাশ করে টুইট করেছে মেঘালয় বিজেপি। দেখে নিন সেই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা…

 

এবার ৬০টি আসনেই লড়াই করছে বিজেপি। এবার বিজেপির প্রচারের সুর বেঁধে দিয়েছে ওই এম শব্দটিকে ঘিরে। এবার তাদের প্রচারের ট্যাগ লাইন এম পাওয়ার মেঘালয়। M Powered Meghalaya। এম মানে মোদী পাওয়ারড মেঘালয়। সেই মোদীকে সামনে রেখেই এবার নির্বাচনে ঝাঁপিয়েছে বিজেপি। গত বার ফলাফল বিশেষ ভালো হয়নি। বহু ক্ষেত্রে ধাক্কা খেতে হয়েছিল। তবে এবার একেবারে আদাজল খেয়ে ময়দানে নামছে বিজেপি। একাধিক আসনে জয় হাসিল করার চেষ্টা করা হচ্ছে। দেশ জুড়ে মোদীর নেতৃত্বে দেশ এগোচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত কীভাবে নিজের জায়গা তৈরি করছে সেকথাও এবার প্রচারে তুলে আনা হচ্ছে। আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট হবে মেঘালয়ে। সেক্ষেত্রে একেবারে জোর কদমে লড়াইয়ের প্রস্তুতি চলছে। আগামী ২ মার্চ মেঘালয় ভোটের ফলাফল বের হবে।

বিজেপির ন্যাশানাল সেক্রেটারি ঋতূরাজ সিনহা জানিয়েছেন, এবার মেঘালয়ে ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে। তার জন্য এবার জোরদার লড়াই।

এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবার শুধু বিজেপি নয়, মেঘালয়ে লড়াইতে নেমেছে তৃণমূলও। মাটি কামড়ে লড়াই করছে ঘাসফুল শিবির। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় প্রচারও শুরু হয়েছে। তবে এবার উত্তর পূর্বের এই রাজ্যের লড়াইয়ের দিতে তাকিয়ে আছে গোটা দেশ। আগামী ২০২৪ সালে উত্তর পূর্ব কতটা শক্তিশালী হবে বিজেপি তারও ইঙ্গিত মিলতে পারে এবারের ভোটে।

 

বন্ধ করুন