বাংলা নিউজ >
ঘরে বাইরে > IndiGo Flight Snag: গোয়া বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে গোলযোগ! উদ্ধার করল নৌসেনা
IndiGo Flight Snag: গোয়া বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে গোলযোগ! উদ্ধার করল নৌসেনা Updated: 23 Aug 2022, 05:33 PM IST
Soumick Majumdar
নৌবাহিনীর উদ্ধারকারী দলের তত্পরতায় যাত্রীদের উদ্ধার করা হয়েছে। পিটিআই সূত্রে মিলেছে এমন খবর।
1/5 বিমানের ডান ইঞ্জিনে সমস্যা। মঙ্গলবার গোয়া বিমানবন্দরে রানওয়েতেই দাঁড়িয়ে পড়ল মুম্বাইগামী ইন্ডিগো বিমান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Reuters) 2/5 নৌবাহিনীর উদ্ধারকারী দলের তত্পরতায় যাত্রীদের উদ্ধার করা হয়েছে। পিটিআই সূত্রে মিলেছে এমন খবর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters) 3/5 গোয়ার বিমানবন্দরের ডিরেক্টর এই বিষয়ে জানিয়েছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters) 4/5 এই নিয়ে আরও একবার ইন্ডিগোর উড়ান নিয়ে সমস্যার খবর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সতীশ বাটে/হিন্দুস্তান টাইমস) (Reuters) 5/5 এর আগে দিল্লি-কলকাতার একটি ইন্ডিগো বিমান জরুরি অবতরণ করে। বিমানের মধ্যে ভুল করে অ্যালার্ট অ্যালার্ম চালু হয়ে যায়। তার পরে বিমানটি কলকাতায় জরুরি অবতরণ করে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (Reuters) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে অন্য গ্যালারিগুলি