বাংলা নিউজ > ঘরে বাইরে > জামাইবাবু-শ্যালিকার কাণ্ডকারখানা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়! দেখুন ভিডিয়ো

জামাইবাবু-শ্যালিকার সম্পর্কটা বেশ মজার। দুজনের মধ্যে দুষ্টুমি ও রসিকতা সম্পর্কটিকে স্পেশাল করে তোলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক জামাইবাবু-শ্যালিকার এমনই মজার মুহূর্ত। তাঁদের খুনসুটি দেখে বেজায় আনন্দ পেয়েছেন নেটিজেনরা।জামাইবাবু এবং শ্যালিকার এই রসায়ন দেখে আপনিও নিজের হাসি থামাতে পারবেন না।

ভিডিয়োয় শ্যালিকাকে তাঁর জামাইবাবুর সঙ্গে নাচতে দেখা গিয়েছে। তবে কিছুটা যেন লাজুক জামাইবাবু। ঠিক কোন স্টেপে নাচবেন, যেন বুঝতে পারছেন না। ভিডিয়োতে, বাজছে 'কিউ আগে পিছে ঘুমতে হো...'

নেটিজেনদের কমেন্ট, 'জিজু'-ও নাচের তালে তাল মেলানোর চেষ্টা করছেন, কিন্তু যেন সুবিধা করতে পারছেন না। ইনস্টাগ্রামে ২৫ হাজার লাইক পড়েছে এই ভিডিয়োটিতে।

সোশ্যাল মিডিয়ার যুগে এখন একটু মজার ভিডিয়ো বানালেই তা সহজেই ভাইরাল হয়ে যায়। আর সত্যি বলতে, অনাবীল আনন্দ দেওয়ার জন্য মজার ভিডিয়ো বানালে ক্ষতি কী! নিজেরও মজা করা হল, অপরকেও আনন্দ দেওয়া হল। তাছাড়া বর্তমানে করোনা লকডাউনে বাড়িতে বসে অনেকেই কনটেন্ট বানাচ্ছেন। সেইরকমই বানিয়েছিলেন এই শ্যালিকা। জামাইবাবু-শ্যালিকার এই মজার মুহূর্তই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। কিছুটা যেন টিকটকেরই স্থান নিয়েছে ইনস্টাগ্রাম ও ফেসবুক রিলস। 

বন্ধ করুন