বাংলা নিউজ > ঘরে বাইরে > Budget 2020: কৃষিখাতে জোর, ২.৮৩ লাখ কোটি বরাদ্দের প্রস্তাব

Budget 2020: কৃষিখাতে জোর, ২.৮৩ লাখ কোটি বরাদ্দের প্রস্তাব

কৃষিক্ষেত্রের জন্য ১৬ পয়েন্ট অ্যাকশন প্ল্যানের ঘোষণা অর্থমন্ত্রীর। সেচ ও গ্রামীণ উন্নয়নের জন্য ২.৮৩ লাথ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।' (ছবি সৌজন্য টুইটার)

কৃষিক্ষেত্রে ২.৮৩ লাখ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ঘোষণা করলেন ১৬টি উল্লেখযোগ্য অ্যাকশন পয়েন্ট।

বাজেটে কৃষিক্ষেত্রে ২.৮৩ লাখ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ঘোষণা করলেন ১৬টি উল্লেখযোগ্য অ্যাকশন পয়েন্ট।

অর্থমন্ত্রী বলেন, '২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে নিয়োজিত সরকার।'

Budget 2020 Live Updates: ২০২৪ সালের মধ্যে ১০০ নতুন বিমানবন্দর, ঘোষণা নির্মলার


কেন্দ্রীয় বাজেটে কৃষিক্ষেত্রে এবার ১৬টি অ্যাকশন পয়েন্ট উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল।

# কৃষিপণ্য মজুতের জন্য হিমঘর ও গুদামের সংখ্যা বাড়ানো

# ২০ লাখ কৃষককে সৌরবিদ্যুত্ চালিত জলের পাম্প বণ্টন

# বিশেষ ট্রেন 'কিষাণ রেল' চালু

# কৃষিপণ্য রফতানির উদ্দেশে বিশেষ কিষাণ উড়ান চালু করার উদ্যোগ

কৃষিজাত পণ্য বিপণনেও এবার জোর দিয়েছে সরকার। জোর দেওয়া হচ্ছে অনলাইনে কৃষিপণ্য বিক্রি প্রক্রিয়ার উপরে।

বন্ধ করুন
Live Score