মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া 'ইন্ডিয়া জোট অসম্ভব'। রাজ্যের তৃণমূল নেত্রী একলা চলো বার্তা পেয়েই মাঠে নামল কংগ্রেস। সাংবাদিক বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মিডিয়া ইনচার্জ জয়রাম রমেশ জানিয়ে দিলেন ইন্ডিয়া জোটের শরিকরা বাংলায় 'জোট বেঁধে' লড়াই করবে।
বুধবার সাংবাদিকেদের প্রবীণ কংগ্রেস নেতা বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, আমরা বিজেপিকে হারাতে চাই। বিজেপিকে হারাতে আমরা সব কিছু করব। রাস্তাটা অনেক লম্বা। চলার পথে মাঝে মাঝে স্পিড ব্রেকার আসে, লাল আলো আসে। আমরা থমকে যাই। তবে আমরা একেবার থেমে যাই না। স্পিড ব্রেকার টপকে যাই। লাল আলো এক সময় সবুজ হয়। এটাও সেই রকম ঘটনা। রাহুল গান্ধী জানিয়েছেন, মমতাজি এবং তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের একটি শক্তিশালী স্তম্ভ।'
তিনি আরও বলেন, 'মমতাজি ছাড়া আমরা ইন্ডিয়া জোটের কথা কল্পনাও করতে পারি না। ইন্ডিয়া জোটের শরিকরা বাংলাতেও জোট বেঁধেই লড়াই করবে। আলোচনা চলছে। শিগগিরই আসন নিয়ে রফাসূত্র বের হবে।'
পডুুন। ভেস্তে গেল ইন্ডিয়া জোট? কং-এর সঙ্গে জোটে না করে মমতা বললেন, যা হবে ভোটের পর
এদিন বর্ধমানে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে প্রশ্ন করা হলে তিনি একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, 'আমরা ইন্ডিয়া জোটে আছি। কখনও একবারও জানিয়েছে, দিদি আমি আপনার রাজ্যে যাচ্ছি? না, জানায়নি। তাই বাংলার ব্যাপারে আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই। অল ইন্ডিয়ায় কী করব না করব আফটার ইলেকশন ভাবব। আমরা সেকুলার পার্টি। আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার করব। এটা এখন কোনও চর্চা নেই, মিথ্যে কথা। অ্যাবসোলিউটলি রং’।'
যদিও মমতার এই বক্তব্য জোটে ভাঙ্গণের ইঙ্গিত হিসাবে দেখছে না অন্যান্য শরিকরা। ইন্ডিয়া জোট শরিক এনসিপিও মনে করছে না মমতার মন্তব্য জোটে অস্থিরতা তৈরি করবে। জাতীয় মুখপাত্র ক্লাইড ক্র্যাস্টো বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ অংশ। তারা আমাদের সঙ্গে আছে এবং আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। যদি তিনি এই ধরণের কোনও বিবৃতি দিয়ে থাকেন, তা কোনও কৌশল হতে পারে। ইন্ডিয়া জোটে কোনও সমস্যা নেই।'
আরজেডি সাংসদ মনোজ ঝা বক্তব্য, 'আরে কিছুদিন অপেক্ষা করুন। হতে পারে তিনি কোনও বিশেষ পরিস্থিতিতে এই বিবৃতি দিয়েছেন। যদি নিজেদের মধ্যে কোনও বিরোধ হয়, তবে জোটের নেতারা তার সমাধান করবে।'