বাংলা নিউজ > ঘরে বাইরে > আপনার নামে কাটা টিকিটে অন্য কেউ যেতে পারবেন? জেনে রাখুন রেলের নিয়ম

আপনার নামে কাটা টিকিটে অন্য কেউ যেতে পারবেন? জেনে রাখুন রেলের নিয়ম

ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল (Indian Railways)

সবারই কখনও না কখনও বেড়াতে যাওয়ার সময়ে এই অভিজ্ঞতা হয়েছে। এই সময়ে তাঁর নামে কাটা টিকিটে অন্য কাউকে নিয়ে যাওয়া যাবে কিনা তা জানতে চান অনেকে। আপনারও মনে যদি এমনই জিজ্ঞাসা থাকে, তবে চিন্তা নেই। জেনে রাখুন রেলের নিয়ম কী বলছে।

একজনের নামে কাটা টিকিটে অন্য কেউ ভ্রমণ করতে পারেন? অনেকেই এই প্রশ্ন করে থাকেন। আসলে অনেক সময়েই দেখা যায়, একটি গ্রুপে সবাই মিলে টিকিট কাটছেন। হঠাত্ যাওয়ার আগের দিন কেউ ট্যুর 'ক্যানসেল' করে দিলেন। সবারই কখনও না কখনও বেড়াতে যাওয়ার সময়ে এই অভিজ্ঞতা হয়েছে। এই সময়ে তাঁর নামে কাটা টিকিটে অন্য কাউকে নিয়ে যাওয়া যাবে কিনা তা জানতে চান অনেকে। আপনারও মনে যদি এমনই জিজ্ঞাসা থাকে, তবে চিন্তা নেই। জেনে রাখুন রেলের নিয়ম কী বলছে। আরও পড়ুন: স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেনের তিনটি কামরা, ব্যাহত রেল পরিষেবা

অন্যের টিকিটে যাত্রা করা যায়?

এর উত্তর এক কথায় 'হ্যাঁ'। তবে এর জন্য সবার আগেই সেই বিষয়ে ভারতীয় রেলকে অবহিত করতে হবে। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তি যদি আপনার নামে কাটা টিকিটে যেতে চান, সেক্ষেত্রে আপনি তাঁকে কনফার্মড টিকিটটি দিয়ে দিতে পারেন। তাতে কোনও বাধা নেই।

লাগবে কিছু নথিপত্র

কিন্তু এক্ষেত্রে কিছু কাগজপত্রের গল্প আছে। যাত্রীকে স্টেশন মাস্টারের কাছে গিয়ে আবেদন পত্র জমা দিতে হবে। এরপরেই স্টেশন মাস্টার বিবেচনার ভিত্তিতে তাতে অনুমোদন দেবেন। সেই সঙ্গে আপনাকে ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময় আগে সেই অনুরোধ জমা দিতে হবে। নতুন যাত্রীর আধার কার্ড বা প্যান কার্ড দেখাতে হবে।

এরপর রেল টিকিটে যাত্রীর নাম মুছে দেবে। টিকিটটি নতুন যিনি যাচ্ছেন, তাঁর নামে ট্রান্সফার করা হবে।

বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন নিয়ম:

সরকারি কর্মী: সরকারি চাকুরিজীবী যদি ডিউটিতে যাওয়ার জন্য এমন টিকিট নেন, তবে তিনি ২৪ ঘণ্টা আগে অনুরোধ জানালেই যথেষ্ট।

বিয়েবাড়ি গেলে আলাদা নিয়ম: এমন ক্ষেত্রে অন্তত ৪৮ ঘণ্টা আগে প্রয়োজনীয় কাগজপত্র জমা করে আবেদন করতে হবে।

এখন অনলাইনেও টিকিট ট্রান্সফার করা চালু হয়েছে। ফলে পুরো প্রক্রিয়াটি অনলাইনও সারতে পারেন।

আরও পড়ুন: দোলের জন্য শিয়ালদা ডিভিশনে বাতিল অসংখ্য লোকাল ট্রেন, দেখুন পুরো তালিকা

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন