বাংলা নিউজ > ঘরে বাইরে > একটা জলের বোতল, ডেকে আনল ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ইঞ্জিনিয়ারের

একটা জলের বোতল, ডেকে আনল ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ইঞ্জিনিয়ারের

জলের বোতল ডেকে আনল দুর্ঘটনা (প্রতীকী ছবি) (AFP)

পুলিশ জানিয়েছে, অভিষেক গাড়ি চালাচ্ছিলেন। এদিকে সিটের পেছনে ছিল বোতলটি।

একটা ছোট্ট ভুল। আর সেই ভুলই ডেকে আনল ভয়াবহ দুর্ঘটনা। নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক ইঞ্জিনিয়ারের। বলা হচ্ছে গাড়িতে থাকা একটি জলের বোতলই ডেকে আনল ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, অভিষেক ঝা নামে দিল্লির বাসিন্দা ওই ইঞ্জিনিয়ার বন্ধুকে নিয়ে গ্রেটার নয়ডা যাচ্ছিলেন। এদিকে রাস্তার ধারে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় ওই গাড়িটি। এতেই মৃত্যু হয় অভিষেকের। আহত হয়েছেন তার বন্ধু। কিন্তু এই দুর্ঘটনার সঙ্গে জলের বোতলের কী সম্পর্ক? 

পুলিশ জানিয়েছে, অভিষেক গাড়ি চালাচ্ছিলেন। এদিকে সিটের পেছনে ছিল বোতলটি। সেটি কোনওভাবে তার পায়ের নীচে চলে আসে। এরপর তিনি ব্রেক চাপার চেষ্টা করেন। কিন্তু জলের বোতল থাকার কারণে তিনি ব্রেক চাপতে পারেননি। এদিকে ততক্ষণে গাড়িটি ট্রাকের কাছে চলে আসে। এরপরই গাড়িটি সরাসরি ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয়। এদিকে রাস্তার ধারে ট্রাকটি পার্কিং করা ছিল। আচমকা গাড়িটি গিয়ে লরির পেছনে ধাক্কা দেয়। ভয়াবহভাবে জখম হন অভিষেক ও তাঁর বন্ধু। পরে মারা যান অভিষেক। তবে ওয়াকিবহাল মহলের মতে, হয়তো জলের বোতলটা না থাকলে তিনি সময়মতো ব্রেক চাপতে পারতেন। কিন্তু ব্রেক প্যাডেলের নীচে জলের বোতলটি আটকে যাওয়ায় তিনি আর ব্রেক চাপতে পারেননি। 

 

বন্ধ করুন