বিড়ালদের একটু 'ঘ্যাম' থাকে। মনিবদের খুব একটা পাত্তা-টাত্তা দেয় না তারা। আর কোনও কাজে সহযোগিতার তো প্রশ্নই ওঠে না। কিন্তু তার ব্যাতিক্রমও আছে। সুশীল, ভদ্রলোক মিঁউ-ও আছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভদ্র বিড়ালের ভিডিয়ো। মনিবকে বিনা আপত্তিতে আইড্রপ দিতে দিলেন তিনি।
চোখে আইড্রপ দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টি এক্সপ্রেশনও দিল ছোট্ট প্রাণীটা। 'কিউটনেস ওভারলোড,' বলছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, বিড়ালদের অনেকক্ষেত্রেই চোখের সমস্যা দেখা দেয়। বড় চোখের বিড়ালদের চোখের কোনায় জল জমে। সেটা দিনের পর দিন জমতে থাকলে, সেক্ষেত্রে ইনফেকশন হতে পারে। তাই বিড়াল পুষলে, নিয়মিত তার চোখ পরিষ্কার করা প্রয়োজন। এর জন্য একটি সাফ, ভেজা তুলো ব্যবহার করা যেতে পারে।
সেই সঙ্গে নিয়মিত চোখের ড্রপ দেওয়া যেতে পারে। মানুষের চোখের ড্রপই দেওয়া হয় সাধারণত। তবে তার আগে পশু চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত্।
দেখুন ভিডিয়ো :
রেডিটের ভিডিয়োটি ৬ হাজারেরও বেশি আপভোট হয়েছে। সংখ্যাটা ক্রমেই বাড়ছে। অনেকেই বেড়ালকে এভাবে বশে আনার রহস্য জানতে চাইছেন।
ভিডিয়োটি আপনার কেমন লাগল? কমেন্টে জানান আপনার অনুভূতি।