২৩ অগস্ট চাঁদের মাটিতে সফল ভাবে অবতরণ করেছিল চন্দ্রযান ৩। ওই দিনটিকে স্মরণে রাখতে ২৩ অগস্টকে 'জাতীয় মহাকাশ দিবস' হিসাবে ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন,'আজ সারা দেশ চন্দ্রযান ৩-এর ঐতিহাসিক সাফল্যকে কুর্ণিশ জানাচ্ছে। এই পদক্ষেপকে স্মরণে রাখতে দিনটি জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।' চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান ৩। যার নামকরণ করা হয়েছে 'শিবশক্তি পয়েন্ট'। এই নামকরণকেও স্বাগত জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
তিনি বিজ্ঞানীদের অধ্যাবসায়ের প্রশংসা জানিয়ে বলেন, 'আমাদের বিজ্ঞানীরা ক্রমাগত প্রচেষ্টায় চাঁদে অবতরণ করে সক্ষম হয়েছে। তাঁদের এই অধ্যাবসায় দেখিয়ে দেয় যে জ্ঞানের সন্ধানে আমাদের বিজ্ঞানীরা যে কোনও বাঁধাা ভাঙতে প্রস্তুত। প্রজ্ঞান রোভার আমাদের অনেক কিছু জানাবে যা আমাদের মহাকাশ বিজ্ঞানের নতুন দিক উন্মেচন করে দেবে।'
(পড়তে পারেন। ছাউনিতে কাজ শুরু করে মাত্র তিন বছরে ইসরোতে তৈরি হয়েছিল প্রথম স্যাটেলাইট)
(পড়তে পারেন। মাঝারি বহনক্ষমতার বিমান খুঁজছে ভারতীয় বায়ুসেনা, চাহিদা মেটাতে প্রতিযোগিতায় ঝাঁপিয়েছে বিদেশি ফার্ম)
ইসরোর এই বিজ্ঞানীদের সাফল্যের পিছনে প্রধানমন্ত্রী অনুপ্রেরণা রয়েছে তাও মনে করিয়ে দেন মন্ত্রী, 'প্রধানমন্ত্রীর অনুপ্ররেণা ইসরোর বিজ্ঞানীদের মহাকাশ ৩ মিশনের জন্য শক্তি দিয়েছে। তিনি সব সময় মহাকাশ গবেষণাকে অগ্রাধিকার দিয়েছেন।' এই মহিলাদের অংশগ্রহণকেও স্বাগত জানিয়েছেন মন্ত্রী অনুরাগ ঠাকুর।
চন্দ্রযান ৩-এর সাফল্যের পর ইসরোয় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩ অগস্ট 'জাতীয় মহাকাশ দিবস' ঘোষণা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে 'জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান' স্লোগান তোলেন তিনি তাতেই এবার শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।