এবার হতদরিদ্র জেলবন্দিদের সহায়তা করতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্র। শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে গরিব জেলবন্দিদের সহায়তার জন্য এবার বিশেষ স্কিমের ব্যবস্থা করা হচ্ছে। জেলে রয়েছেন এমন দরিদ্র বন্দিদের আর্থিক সহায়তা করা হবে । মূলত যারা জামিনের টাকা আর্থিক কারণে জোগাড় করতে পারছেন না তাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা করবে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে, জেলে বন্দি অবস্থায় যে গরিব মানুষরা রয়েছেন তাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা করা হবে। যারা জরিমানার টাকা জোগাড় করতে পারছে না তাদের জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। যে সমস্ত ব্যক্তিরা একেবারে সমাজের প্রান্তিক অংশে বাস করেন, সামাজিকভাবে যারা নানা ধরনের সমস্য়ার মধ্যে রয়েছেন তাদের জন্যই এই বিশেষ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। যারা জেলের বাইরে বের হতে চাইছেন তাদের জন্য এই বিশেষ সহায়তা করা হবে।
সূত্রের খবর, একাধিক জেলবন্দি জেল থেকে বের হওয়ার জন্য জরিমানার টাকা জোগাড় করতে পারেন না। তার জেরে তাদের জেলেই থাকতে হয়। কার্যত বাধ্য হয়েই তাদের পক্ষে মুক্তি পাওয়া সম্ভব হয় না। মূলত আর্থিক সমস্যার জেরেই তাদের এই প্রতিবন্ধকতা তৈরি হয়। তবে এবার তাদের পাশে দাঁড়াবে সরকার। এনিয়ে রাজ্য গুলির সঙ্গেও যোগাযোগ করবে কেন্দ্র। সেই জেলবন্দিদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।
তবে এক্ষেত্রে প্রযুক্তির মাধ্যমেও অসহায় জেলবন্দিদের সম্পর্কে জানার চেষ্টা করবে কেন্দ্র। তাদের সহায়তা কীভাবে করা যায় সেটা দেখা হচ্ছে। ই-প্রিজনার্স প্লাটফর্মের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নেওয়ার চেষ্টা করবে। কোয়ালিটি লিগাল এইড যাতে ওই জেলবন্দিদের কাছে পৌঁছন যায় সেব্য়াপারেও চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে অনেকের মতে এটা নিঃসন্দেহে মানবিক সিদ্ধান্ত।
এদিকে সংশোধনাগার ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটা উল্লেখযোগ্য অংশ। আইনের শাসনকে সামনে তুলে ধরার ক্ষেত্রে এই উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার নানা সময় রাজ্য সরকারের সঙ্গে সমণ্বয় রেখে এই কাজ করে যায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup