মল্লিকা সোনি
এবার তিব্বতের আধ্যাত্মিক গুরু দলাই লামা চিন সম্পর্কে তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে জানালেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি চিনের সঙ্গে কথা বলতে রাজি। তিব্বতের সমস্যা নিয়ে তিনি চিনের সঙ্গে কথা বলতে রাজি। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি চিন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। দিল্লি ও লাদাখ সফরে আসার আগে ধর্মশালায় সাংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন দলাই লামা।
তিনি জানিয়েছেন, আমি সবসময় কথা বলার জন্য তৈরি। এখন চিন বুঝতে পারছে তিব্বতের লোকেদের আবেগ অত্যন্ত শক্তিশালী। আর তিব্বতের সেই সমস্যাকে মেটানোর জন্য তারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। তবে আমিও এনিয়ে তৈরি রয়েছি।
এদিকে তিনি কি আবার চিনের সঙ্গে কথা বলতে চান? সেই প্রশ্নের উত্তরে দলাই লামা জানিয়েছেন, আমরা স্বাধীনতা চাইছি না। বহু বছর ধরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চিনের অংশ। এখন চিনের বদল হচ্ছে। অফিসিয়ালি বা আন-অফিসিয়ালি চিন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে।
তিনি জানিয়েছেন, আমি তিব্বতে জন্মেছিলাম। আমি দলাই লামা নামটা পেয়েছিলাম। সেই সঙ্গেই তিব্বতের জন্য কাজ করতে আমি সকলের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছি। আমি আশাহত হতে রাজি নই।
সেই সঙ্গেই দলাই লামা জানিয়েছেন, আমার কারোর প্রতি রাগ নেই। তিব্বতের প্রতি চিনের যে নেতারা এতটা খারাপ ব্যবহার করেছে তাদের প্রতিও আমাদের রাগ নেই। চিন ঐতিহাসিকভাবেই একটি বৌদ্ধদের দেশ। আমি সেই দেশে গিয়ে এটা বুঝতে পেরেছিলাম।
তিনি জানিয়েছেন তিব্বতিদের যে সংস্কৃতি ও ধর্মীয় ভাবধারা রয়েছে তাতে গোটা বিশ্বের উপকার হবে। আমি সমস্ত ধর্মকেই সম্মান করি। কারণ তারা তাদের অনুগামীদের ভালোবাসা ও ক্ষমা করতে শেখায়। আমি আমার স্বপ্ন পূরণ করতে ১০০ বছরের বেশি বাঁচতে চাই। আমি আমার কার্যক্রমকে চালিয়ে নিয়ে যেতে চাই। আমার দীর্ঘ জীবনের জন্য় আপনারা প্রার্থনা করুন।
প্রসঙ্গত গত ৬ জুলাই দলাই লামা তাঁর ৮৮তম জন্মদিন পালন করেছেন। তিনি ধর্মশালায় তিনি তিব্বতীয় প্রধানমন্দিরে গিয়েছিলেন। এই ধর্মস্থানটি তাঁর বাসভবন থেকে বেশ কাছে।