
প্রধানমন্ত্রী শুধু ‘শিরোনাম’ দিয়েছেন, অর্থমন্ত্রীর ব্যাখ্যার অপেক্ষায় চিদম্বরম
১ মিনিটে পড়ুন . Updated: 13 May 2020, 04:05 PM IST- প্রধানমন্ত্রী আমাদের একটি শিরোনামের নীচে সাদা পাতা দিয়েছেন। এই কারণে আমার প্রতিক্রিয়াও ভাবলেশহীন।
করোনা সংক্রমণের কারণে অর্থনৈতিক মন্দা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক প্যাকেজ ঘোষণাকে কটাক্ষ করল কংগ্রেস। প্যাকেজ সম্পর্কে কিছুই স্পষ্ট করেননি মোদী, মন্তব্য করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।
বুধবার টুইটারে প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ সম্পর্কে চিদম্বরম লেখেন, ‘গতকাল প্রধানমন্ত্রী আমাদের একটি শিরোনামের নীচে সাদা পাতা দিয়েছেন। এই কারণে আমার প্রতিক্রিয়াও ভাবলেশহীন। আজ আমরা অপেক্ষায় রয়েছি অর্থমন্ত্রী কী ভাবে সেই শূন্য উত্তরপত্র ভরতি করেন, তা দেখতে। দেসের অর্থনীতিতে সরকারের বিনিয়োগ করা প্রতিটি অতিরিক্ত টাকা আমরা গুনে নেব।’
এতেই না থেমে চিদম্বরম বলেছেন, ‘আমরা এ-ও খতিয়ে দেখব যে কে কী পেল। আর প্রথমেই যেটা দেখব তা হল, দেশের দরিদ্র, ক্ষুধার্ত ও বিপন্ন পরিযায়ী শ্রমিকরা হাজার হাজার মাইল হাঁটার পরে কী আশা করতে পারেন।’
তার সঙ্গেই দেশের পিছিয়ে পড়া শ্রেণির ১৩ কোটি পরিবার হাতে সত্যি সত্যিই কত টাকা পেতে চলেছেন, তা-ও দেখে নেওয়া যাবে বলে জানিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী।
এ দিন সকালে টুইটারে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত আর্থিক প্যাকেজকে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেসের তাবড় নেতা।