বাংলা নিউজ > ঘরে বাইরে > ৫ রাজ্যে হাইভোল্টেজ বিধানসভা ভোটের মাঝে কংগ্রেসে বড় ধাক্কা! দলত্যাগ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

৫ রাজ্যে হাইভোল্টেজ বিধানসভা ভোটের মাঝে কংগ্রেসে বড় ধাক্কা! দলত্যাগ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার ছাড়লেন কংগ্রেস। ছবি সৌজন্য- টুইটার

কংগ্রেসে যে সমস্ত বর্ষীয়ান নেতারা রয়েছেন তাঁদের মধ্যে অশ্বিনী কুমার ছিলেন একজন। তাঁর ইস্তফা নিঃসন্দেহে জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে।

দেশের ৫ টি রাজ্যে বিধানসভা ভোট ঘিরে সরগরম রাজনৈতিক জমি। যে ভোট পর্ব কার্যত ২০২৪ লোকসভা নির্বাচনের রোডম্যাপ প্রস্তুতিতে বিভিন্ন দলকে রাস্তা দেখাতে চলেছে। সেই নির্বাচনী পর্বের মাঝেই কংগ্রেসকে বড় ধাক্কা দিয়ে দল ছাড়লেন অশ্বিনী কুমার। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা জাতীয় রাজনীতির অন্যতম বড় মুখ অশ্বিনী কুমারের পদত্যাগে কংগ্রেসে ভাঙনের রেখা আরও স্পষ্ট হচ্ছে বলেই দাবি একাধিক মহলের।

কংগ্রেসে যে সমস্ত বর্ষীয়ান নেতারা রয়েছেন তাঁদের মধ্যে অশ্বিনী কুমার ছিলেন একজন। তাঁর ইস্তফা নিঃসন্দেহে জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে। এর আগে, দলের তরুণ তুর্কী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ায়ের কংগ্রেস ত্যাগ ও বিজেপির পতাকা ধরার মতো ঘটনায় যে 'হাত' শিবির খানিকটা ব্যাকফুটে চলে যায়, তার প্রমাণ দিয়েছে মধ্যপ্রদেশের রাজনীতি। এরপর ২০২২ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতেই কংগ্রেস ছাড়েন আরপিএন সিং, যোগ দেন বিজেপিতে। যা নিঃসন্দেহে রাহুল, সনিয়াদের স্বস্তি দেয়নি। এদিকে মঙ্গলবার দলীয় সভানেত্রী সনিয়া গান্ধীকে এক চিঠি লিখে নিজের ইস্তফার কথা জানান প্রাক্তন কেন্দ্রীয় আইন মন্ত্রী অশ্বিনী কুমার। চিঠিতে তিনি স্পষ্ট বার্তা দেন, বর্তমান পরিস্থিতিতে নিজের সম্মান নিয়ে জাতীয় স্বার্থে কাজ করার ক্ষেত্রে তিনি দলের বাইরে যেতে চান। উল্লেখ্য, বর্তমানে দেশ জুড়ে ৫ রাজ্যে বিধানসভা ভোট ঘিরে চরমে রাজনৈতিক উত্তেজনা। এরপরই রয়েছে ২০২৪ সালের লোকসভা ভোট। তার আগে, কংগ্রেসে রাহুল ঘনিষ্ঠদের ক্রমাগত দলত্যাগ পার্টিকে খুব একটা স্বস্তিতে রাখছে না। বিশেষত যেখানে ২০২২ সালে পঞ্জাবে মসনদ ধরে রাখা আর উত্তরাখণ্ড ও গোয়ায় তখত ছিনিয়ে নেওয়ার লড়াইয়ের মাঝে রয়েছে কংগ্রেস। 

সূত্রের খবর, কংগ্রেসের এই ‘প্রাক্তন’ হেভিয়েট সম্ভবত বিজেপিতে যোগদান করতে চলেছেন। দীর্ঘ ৪৬ বছর কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার পর এমন বর্ষীয়ান নেতার পদত্যাগ ঘিরে কংগ্রেস যে বড়সড় ধাক্কার সম্মুখীন হয়েছে তা বলাই বাহুল্য, উল্লেখ্য, ইউপিএ সরকারে থাকাকালীন অশ্বিনী কুমার ছিলেন আইন মন্ত্রকের মন্ত্রী। মনে করা হত, তিনি এককালে মনমোহন সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ কংগ্রেস নেতা ছিলেন। তবে ইউপিএ আমলে মন্ত্রী থাকাকালীন কয়লা কেলেঙ্কারি ঘিরে তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে দুর্নীতির। মামলা যায় সুপ্রিম কোর্টে। সিবিআই নামে তদন্তে। বিরোধীদের চাপে এরপর মন্ত্রক থেকে ইস্তফা দিতে বাধ্য হন অশ্বিনী কুমার। তারপরই ধীরে ধীরে রাজনৈতিক আঙিনায় সেভাবে জোরালো হতে দেখা যায়নি এই প্রাক্তন মমন্ত্

 

 

 

 

 

বন্ধ করুন