বাংলা নিউজ > ঘরে বাইরে > অগস্টের ৩ বা ৫ তারিখ অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু, জানিয়ে দিল রাম জন্মভূমি ট্রাস্ট

অগস্টের ৩ বা ৫ তারিখ অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু, জানিয়ে দিল রাম জন্মভূমি ট্রাস্ট

অগস্টের ৩ অথবা ৫ তারিখে শুরু হতে পারে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ।

এই দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটি বেছে নেবেন, সে দিনই হবে মন্দিরের ভূমিপুজো।

অগস্টের ৩ অথবা ৫ তারিখে শুরু হতে পারে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এই দুই দিনের মধ্যে তিনি যে দিনটি বেছে নেবেন, সে দিনই হবে মন্দিরের ভূমিপুজো। শনিবার এই তথ্য জানিয়েছেন রাম মন্দির ট্রাস্টের এক আধিকারিক। 

রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্য কামেশ্বর চৌপাল সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীকে আমরা বেছে নেওয়ার জন্য দুটি দিন পাঠিয়েছি, ৩ অথবা ৫ অগস্ট, যে দিন রাম মন্দিরের ভূমিপুজো অনুষ্ঠিত হবে। তিনি যে দিন বেছে নেবেন, সে দিনই মন্দির নির্মাণের সূচনা হবে।’

রাম মন্দির নির্মাণ সূচনার দিন স্থির করতেই শনিবার সকালে অযোধ্যায় বৈঠকে বসে ট্রাস্ট। নির্মাণের উদ্দেশে সয়েল টেস্ট-এর কাজও শুরু হয়েছে বলে জানিয়েছে ট্রাস্ট। 

ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় জানিয়েছেন, ‘ইতিমধ্যে জমি থেকে নমুনা সংগ্রহ শুরু করেছে লার্সেন অ্যান্ড টুব্রো সংস্থা। ভূপৃষ্ঠ থেকে ৬০ মিটার গভীরে মাটির চরিত্র বিশ্লেষণের ভিত্তিতেই ভিতের ড্রয়িং করা হবে, যার ভিত্তিতে গড়া হবে মন্দিরের ভিত।’

তিনি জানিয়েছেন, ‘ঠিক হয়েছে, নির্মাণের জন্য ইট জোগাবে সোমপুরা মার্বল ব্রিক্স। লার্সেন অ্যান্ড টুব্রো তাদের কাজ করবে এবং ইট তৈরির কাজ শুরু করবে সোমপুরা মার্বল ব্রিক্স। এই ভাবে একসঙ্গে তারা সুন্দর মন্দির নির্মাণ করবে।’

মন্দির তৈরির জন্য তহবিল সংগ্রহের বিষয়ে রায় বলেন, বর্ষার পরে দেশের ৪ লাখ এলাকার বাসিন্দা ১০ কোটি পরিবারের কাছে পৌঁছানোর পরিকল্পনা করেছে ট্রাস্ট।

 

বন্ধ করুন