বাংলা নিউজ > ঘরে বাইরে > করোনা আক্রান্ত ৭৫ জেলায় লকডাউনের পরামর্শ কেন্দ্রের

করোনা আক্রান্ত ৭৫ জেলায় লকডাউনের পরামর্শ কেন্দ্রের

৭৫ টি করোনা আক্রান্ত জেলায় লকডাউনের সিদ্ধান্ত (ছবিটি প্রতীকী, সৌজন্য এএফপি)

যেভাবে দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে, তাতে রীতিমতো উদ্বিগ্ন কেন্দ্র।

যেভাবে দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে, তাতে রীতিমতো উদ্বিগ্ন কেন্দ্র। সংক্রমণ রুখতে তাই এবার লকডাউনের পরামর্শ দিল সরকার। দেশের ৭৫ টি করোনা আক্রান্ত জেলা তালাবন্দির রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে।

আরও পড়ুন : Coronavirus latest update in India: দু'দিন আগেই ফিরেছিলেন কলকাতা থেকে, বিহারে মৃত্যু করোনা আক্রান্ত যুবকের

রবিবার সকালে সব রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজীব গৌবা ও প্রধানমন্ত্রী দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি পি কে মিশ্র। বৈঠকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে একটি বিবৃতিতে বলা হয়, 'করোনার সংক্রমণ রুখতে আগামী ৩১ মার্চ পর্যন্ত জরুরি ভিত্তিতে আন্তঃরাজ্য বাস-সহ সমস্ত অদরকারি যাত্রীবাহী পরিষেবার উপর বিধিনিষেধ চাপানোর প্রয়োজন আছে।'

আরও পড়ুন : Janata Curfew: ধর্মতলা-সায়েন্স সিটি-সেক্টর ফাইভ, 'জনতা কার্ফু'-তে স্বতঃস্ফূর্ত সাড়া কলকাতার

দেশের যে ৭৫ টি জেলায় করোনা ছড়িয়েছে, সেখানে লকডাউনের প্রস্তাব দেওয়া হয়। সংশ্লিষ্ট জেলাগুলিতে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের বিবৃতিতে বলা হয়, 'পরিস্থিতির বিবেচনা করে সেই তালিকায় আরও অন্তর্ভুক্ত করতে পারে।'

আরও পড়ুন : করোনা: ৩১ মার্চ পর্যন্ত বাতিল লোকাল-সহ সব যাত্রীবাহী ট্রেন, বন্ধ কলকাতা মেট্রোও

একইসঙ্গে 'জনতা কার্ফু'-র দিনে দেশের সবধরনের রেল পরিষেবা বন্ধের ঘোষণাও হয়েছে। আজ মধ্যরাত থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত মালগাড়ি ছাড়া কোনও ট্রেন চলবে না। পাশাপাশি ওই সময়ের মধ্যে কলকাতা, দিল্লি-সহ দেশের সব মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। এনিয়ে ইতিমধ্যে কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের সচিব ডিএস মিশ্র সব মেট্রোর অধিকর্তাদের চিঠি লিখে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

বন্ধ করুন