‘আমার ফ্লাইটটা মিস হয়ে যাবে’- দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতর থেকে বেরিয়ে একেবারে আত্মবিশ্বাসের সুরে এমনই কথা বললেন তৃণমূল কংগ্রেসের ঘাটালের সাংসদ দেব তথা দীপক অধিকারী। বুধবার সকাল ১০ টা ৫০ মিনিট নাগাদ দিল্লিতে ইডির সদর দফতরে আসেন তিনি। গরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদের পরে সন্ধ্যা ৭ টা ২০ মিনিট নাগাদ ইডির দফতর থেকে বেরিয়ে আত্মবিশ্বাসের সুরে তৃণমূল সাংসদ স্পষ্ট জানান, হাসিমুখে ইডির কাছে হাজিরা দিয়েছেন। মুখে হাসি নিয়েই ইডির দফতর থেকে বেরিয়ে এসেছেন। তিনি চুরি করেননি। তাই মনে ভয়ডর নেই। যতবার কেন্দ্রীয় সংস্থা তলব করবে, ততবারই হাজিরা দেবেন বলেও জানিয়ে দেব। তারপর বিমান ধরতে বেরিয়ে যান।
বুধবার সকালে যখন ইডির দফতরে ঢোকেন দেব, তখনও তাঁকে একইরকম আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। তৃণমূল সাংসদ বলেন, 'দু'বছর আগে যখন ডেকেছিল, তখনও বলেছিলাম যে যতবার ডাকবে, ততবার যাব। এখন সেই কাজটাই করছি। আমার দেশের তদন্তকারী এজেন্সির উপর বিশ্বাস আছে। আমার আস্থা আছে। তদন্তে যদি কোনওরকম সাহায্য লাগে, তাহলে আমি অবশ্যই সাহায্য করতে রাজি আছি। আমি শ্যুটিং বাতিল করে এসেছি।'
কিন্তু অভিযোগ উঠছে যে গরুপাচার মামলার পাণ্ডা এনামুল হক আপনার কোম্পানিতে টাকা দিয়েছিলেন। সেই প্রশ্নের জবাবে দেব বলেন, 'একদমই না। আমি আবারও বলছি, এনামুল হককে আমি সত্যিই চিনি না। তো এবার কী, কেন, কীসের জন্য ডেকেছে (ইডি), সেটা তো বলতে পারব না। দেখি, তারপর কী হয়। একটা কথা আমি জীবনে শিখেছি। তুমি চোর কিনা, সেটা সবথেকে আগে তুমিই জানবে। আমি যদি চুরি করি, সবথেকে আমি জানব। আমার মনে হয় না যে আমি কারও এক টাকা নিয়েছে। তাই আমার কোনও ভয় নেই যে কী হবে, কী হবে না।'
আরও পড়ুন: Dev-Atanu: দেবের হাত ছেড়ে জিতের সঙ্গে জুটি! নতুন ছবিতে মুখ বদলাচ্ছেন 'প্রধান' প্রযোজক অতনু?
সেইসঙ্গে দেব বলেন, ‘যখনই ডাকবে, (তখনই আসব)। যদি না খুব খারাপ পরিস্থিতি হয়, (তাছাড়া আমি সবসময় আসব)। অন্যকিছু করার জন্য সময় নেব, সেটা নয়। যেমন আমার শ্যুটিং চলছে এখন। এবার এমন একটা শ্যুটিং পড়ে গেল, যেদিন ৫০ লাখ-৬০ লাখ টাকা জড়িয়ে আছে, সেদিন হয়তো সময় দিতে পারব না। নাহলে আমি সবসময় প্রস্তুত আছি। দেশের যে কোনও তদন্তকারী এজেন্সি ডাকলেই যাব।’