চার ভারতীয়-সহ ২২ জন যাত্রী নিয়ে গতকাল নিখোঁজ হয়েছিল নেপালের একটি বিমান। শেষমেষ সেই বিমানটি কোথায় ভেঙে পড়েছিল, তা চিহ্নিত করতে পেরেছে নেপাল সেনা। নেপাল সেনা একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, ‘উদ্ধারকারী দল এটা চিহ্নিত করতে পেরেছে যে বিমানটি কোথায় ভেঙে পড়েছে। শীঘ্রই আরও তথ্য দেওয়া হবে এই নিয়ে।’
জানা গিয়েছে, তারা এয়ারের ৯ এনএইটি বিমানটি নেপালের পোখারা থেকে জোমসমের উদ্দেশে রওনা দিয়েছিল গতকাল সকালে। সকাল ৯টা ৫৫ মিনিটের পর থেকে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানের যোগাযোগ বিছিন্ন হয়ে যায় বিমানটির। নেপালের স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, মুসতাং জেলার জোমসমের আকাশে বিমানটি শেষবার দেখা গিয়েছিল। তারপর তা ধৌলাগিরি শৃঙ্গের দিকে বাঁক নিয়েছিল। তখন থেকেই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
'নিখোঁজ বিমানের সন্ধান পেতে মুসতাং এবং পোখারা থেকে দুটি বেসরকারি হেলিকপ্টার মোতায়েন করেছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক। মুসতাঙের লেতে অঞ্চলে তারা এয়ারের দুই ইঞ্জিন-বিশিষ্ট বিমানটি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। রবিবার সন্ধ্যায় আবহাওয়া খারাপ হওয়ার কারণে অবশ্য উদ্ধারকাজ বন্ধ করতে হয়। আজ সকালে ফের চালু হয় উদ্ধার কাজ। প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে পশ্চিম নেপালের পাহাড়ি এলাকায় ভেঙে পড়েছিল তারা এয়ারেরই একটি বিমান। মৃত্যু হয়েছিল বিমানে থাকা ২৩ জন যাত্রীরা। সেই বিমানটিও পোখারা থেকে জোমসমের দিকে যাচ্ছিল।