বাংলা নিউজ > ঘরে বাইরে > ভয়ানক! কাঁধে পাইথন নিয়ে নাচ, তারপর যা হল...ধরা পড়ল ভিডিয়োয়

ভয়ানক! কাঁধে পাইথন নিয়ে নাচ, তারপর যা হল...ধরা পড়ল ভিডিয়োয়

বিশালাকার এক পাইথন। চাইলেই ছোটোখাটো ছাগল গোটা গিলে ক্ষুধানিবৃত্তি করার ক্ষমতা রাখে। আর তাকেই নিয়ে যথেচ্ছ নাচ।

ফাইল ছবি: ইনস্টাগ্রাম

বন্য প্রাণী। তার মুখের ভাষা নেই। তার হয়ে প্রতিবাদ করার মতো মানুষও কম। তাই তাকে নিয়ে যা খুশি করা যায় যেন।

বিশালাকার এক পাইথন। চাইলেই ছোটোখাটো ছাগল গোটা গিলে ক্ষুধানিবৃত্তি করার ক্ষমতা রাখে। আর তাকেই নিয়ে যথেচ্ছ নাচ। এমনই এক ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুন : Tiyasa Lepcha: ডিভোর্সের পরেও স্বামীর পদবি ব্যবহার করছেন ‘কৃষ্ণকলি’ তিয়াসা, ‘রায় পদবি নিয়ে…’

ভিডিয়োটি, একজন ইন্দোনেশিয়ান ব্যক্তির। প্রায়শই তিনি ইনস্টাগ্রামে পাইথনের ভিডিয়ো পোস্ট করেন। এই ভিডিয়োতে তাঁকে দুটি বিশাল পাইথন নিয়ে দেখা যাচ্ছে। সাপগুলি লোকটির কাঁধে মাথা রেখে তাঁর পিছন দিকে রয়েছে। লোকটি তাঁর ডানদিকে স্টেপ নেন এবং সাপের সঙ্গে নাচতে থাকেন। পাইথনগুলি বেশ ভারী। লোকটির ধীরে ধীরে চলা দেখেই তা বোঝা যাচ্ছে।

অনলাইনে শেয়ার করার পর থেকে ভিডিয়োটি ৩.৭ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। ভিডিয়োটিতে ৪৪ হাজার লাইক পড়েছে। সোশ্যাল মিডিয়া কমেন্টে অনেকেই লিখেছেন যে এটি খুবই বিপজ্জনক। একজন ব্যবহারকারী লিখেছেন, 'ভীষণ বিপজ্জনক।'