বাংলা নিউজ > ঘরে বাইরে > Crypto Scam: ওড়িশায় ১০০০ কোটির ক্রিপ্টো প্রতারণার পর্দাফাঁস, স্কিম প্রমোট করতেন গোবিন্দা, একেবারে সুদীপ্ত সেন স্টাইল…

Crypto Scam: ওড়িশায় ১০০০ কোটির ক্রিপ্টো প্রতারণার পর্দাফাঁস, স্কিম প্রমোট করতেন গোবিন্দা, একেবারে সুদীপ্ত সেন স্টাইল…

ওড়িশায় ক্রিপটো কেলেঙ্কারি। প্রতীকী ছবি। পিক্সাবে

একেবারে সুদীপ্ত সেনের স্টাইলে প্রতারণার জাল ওড়িশায়। পর্দাফাঁস হল এবার। 

দেবব্রত মোহান্তি

ওড়িশা পুলিশের ইকোনমিক অফেন্স উইংস বড়সর ক্রিপটোকারেন্সির পর্দাফাঁস করল। এটা প্রায় ১০০০ কোটি টাকার প্রতারণা বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে প্রায় ২ লাখ মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ। সব থেকে বড় কথা অভিনেতা গোবিন্দা এই স্কিমের প্রমোট করতেন।

এই ঘটনায় ওড়িশা পুলিশের ইকোনমিক অফেন্স উইংস রাজস্থান থেকে গুরতেজ সিং সিধু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার বয়স ৪০ বছর। সেই স্কিমের নাম সোলার টেকনো অ্যালায়েন্স ক্রিপটো টোকেন। এটাকে আসলে ব্লক চেন টেকনোলজি বলে উল্লেখ করা হয়। এই স্কিমের মাধ্যমে  সবথেকে কাছের কৃষকের কাছ থেকে খুব কম সময়ের মধ্য়ে তাদের অর্ডার করা সামগ্রী পেতে পারেন। এই স্কিমের মাধ্যমে বহু মানুষকে লোভ দেখানো হয়েছিল। বলা হয়েছিল এসটিএর সদস্যরা চাইলে প্রতিদিন ২০ ডলার থেকে ৩০০০ ডলার আয় করতে পারবেন। এই স্কিমের মাধ্য়মে তারা প্রয়োজনে আরও বাসিন্দাদের যুক্ত করতে পারেন। 

ওড়িশা পুলিশের ইকোনমিক অফেন্স উইংসের আইজি জয় নারায়ণ পঙ্কজ জানিয়েছেন, এটা অনেকটা মালটি লেভেল মার্কেটিং স্কিমের মতো ব্যাপার। মেম্বাররা প্রথমদিকে কিছু আর্থিক লাভের মুখ দেখেন। এভাবেই তাদের প্রলোভন দেখানো হয়। এসটিএর ওড়িশার প্রধান নিরোদ দাসের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে প্রায় ৩০ কোটি টাকার লেনদেনের কথা জানা গিয়েছে। গ্রিন এনার্জি, সোলার টেকনোলজির আড়ালে আসলে ওরা ক্রিপটো কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। 

আইজি জানিয়েছেন, এসটিএ বিভিন্ন জায়গায় তাদের প্রচার করত। বিরাট হোটেল, মোটিভেশনাল স্পিকার, মিউজিক, লাঞ্চ, ডিনার সহ নানা ব্যবস্থা থাকত। মূলত আগামীদিনের সদস্যদের ব্রেনওয়াশ করা হত এই ব্যবস্থার মাধ্যমে। গত সপ্তাহে এসটিএ গোয়ার হোটেলে একটা বিরাট সেলিব্রেশন করেছিল। সেখানে ফিল্মস্টার গোবিন্দা উপস্থিত ছিলেন। এমনকী গোবিন্দা তাদের একাধিক ভিডিয়ো প্রমোটও করতেন। 

সূত্রের খবর, ওড়িশার ভদ্রক, বালাশোর, ভুবনেশ্বর, ময়ুরভঞ্জ, জয়পুর, কেন্দ্রাপাড়া, কেওয়ানঝাড় জেলায় এই এসটিএ তাদের জাল বিছিয়েছিল। দেখা যাচ্ছে প্রায় ১০,০০০ বাসিন্দা এই স্কিমের সঙ্গে যুক্ত। ভারতেই তার সদস্য সংখ্য়া ২ লাখ। পঞ্জাব, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড, হরিয়ানা, দিল্লি, মধ্য়প্রদেশ, মহারাষ্ট্র ওড়িশা, অসমে তাদের শাখা ছড়িয়ে রয়েছে। অন্যদিকে আইসল্যান্ড থেকে তাদের ওয়েবসাইট পরিচালিত হচ্ছে। ডেভিড গেজ নামে এক হাঙ্গেরিয়ান এর পেছনে রয়েছে। সে বার বার ভারতেও এসেছিল। 

এদিকে বিগত দিনে সারদা কর্তা সুদীপ্ত সেন এভাবেই দেশ জুড়ে প্রতারণার জাল ছড়িয়েছিলেন। আর এবার যেন সেই সারদারই ওড়িশা ভার্সনের পর্দাফাঁস।

পরবর্তী খবর

Latest News

রবিতেও ভারী বৃষ্টি চলবে! ৬০ কিমিতে ঝড় উঠবে কোন কোন জেলায়? কতদিন ভাসবে বাংলা? আগামিকাল জীবনের জট কাটবে? রবিবারে ভাগ্য কেমন থাকবে? জানুন ১৫ সেপ্টেম্বরের রাশিফল কলতান–সঞ্জীবের একসপ্তাহের পুলিশ হেফাজত, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিশিযাপন ‘কলকাতা পুলিশের ক্ষমতা সীমিত’, বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি সুকান্তর ‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও পালটা জবাব হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে IPL রিটেনশন নিয়ে সাসপেন্স আরও বাড়তে চলেছে, দাবি নয়া রিপোর্টে ‘‌এটা খুব খারাপ লেগেছে’‌, মুখ্যমন্ত্রীর মন্তব্যে দুঃখিত নির্যাতিতার বাবা–মা মুম্বই সিটির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র মোহনবাগানের, দায় স্বীকার কোচ মোলিনার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.