বাংলা নিউজ > ঘরে বাইরে > Cyclone Nisarga Update: ঘূর্ণিঝড়ে পরিণত হল নিসর্গ, মানুষকে সতর্কতা অবলম্বনের আর্জি মোদী

Cyclone Nisarga Update: ঘূর্ণিঝড়ে পরিণত হল নিসর্গ, মানুষকে সতর্কতা অবলম্বনের আর্জি মোদী

ঘূর্ণিঝড়ে পরিণত হল নিসর্গ (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

ঘূর্ণিঝড় পরিস্থিতির পর্যবেক্ষণ করেছেন বলে জানিয়েছেন মোদী।

সরকারিভাবে নিসর্গকে ঘূর্ণিঝড় হিসেবে ঘোষণা করল মৌসম ভবন। তাদের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ‘আজ দুপুর নাগাদ আরব সাগরের অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এখন এটিকে সরকারিভাবে ঘূর্ণিঝড় নিসর্গ হিসেবে ঘোষণা করা হল।’

সেই ঘোষণার কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, নিসর্গ পরিস্থিতি খতিয়ে দেখেছেন তিনি। একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘পশ্চিম উপকূলের কয়েকটি অংশে ঘূর্ণিঝড় পরিস্থিতির পর্যবেক্ষণ করেছি। প্রত্যেক সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি। মানুষকে যতটা সম্ভব সতর্কতা এবং সুরক্ষা অবলম্বনের আর্জি জানাছি।’  

এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত (মঙ্গলবার দুপুর আড়াইটের সময়) মুম্বইয়ের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৪৩০ কিলোমিটার, পানজিমের দক্ষিণ-পশ্চিমে ২৮০ কিলোমিটার এবং সুরাতের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৬৪০ কিলোমিটার দূরে আছে নিসর্গ। আগামী বুধবার বিকেল নাগাদ প্রবল ঘূর্ণিঝড় হিসেবে মুম্বই থেকে ৯৪ কিলোমিটার দূরে রায়গড় জেলার আলিবাগের কাছে আছড়ে পড়বে নিসর্গ। সেই সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। তা সর্বোচ্চ ঘণ্টায় ১২০ কিলোমিটারেও পৌঁছে যেতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিসর্গ স্থলভূমিতে প্রবেশ করার সময় জোয়ারের থেকেও ১-২ মিটার বেশি জলোচ্ছ্বাস হতে পারে। তার জেরে মুম্বই, থানে এবং রায়গড় জেলার নীচু এলাকাগুলি জলের তলায় চলে যাবে। জোয়ারের থেকে ০.৫-১ মিটার বেশি উঁচু ঢেউয়ের কারণে রত্নাগিরি জেলায় একই পরিস্থিতি হবে। একইসঙ্গে মুম্বই, থানে, রায়গড়, সিন্ধুদুর্গ, পালঘরের বিভিন্ন অংশ অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

সেজন্য ইতিমধ্যে মুম্বইবাসীদের সতর্ক করে অ্যাডভাইসরি জারি করেছে বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি)। সমুদ্রের কাছাকাছি যেতে বারণ করার পাশাপাশি ঝড়ের সময় গাছ বা বিদ্যুতের খুঁটির তলায় দাঁড়াতে নিষেধ করা হয়েছে। শহরবাসীকে নিজেদের সামর্থ্য মতো প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার আর্জিও জানিয়েছেন পুর কমিশনার ইকবাল চাহাল। একইসঙ্গে মানুষকে বাড়ি থেকে না বেরনোরও নির্দেশ দেওয়া হয়েছে।

ঘরে বাইরে খবর

Latest News

একটু পরেই উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ হবে, কীভাবে নিজের রেজাল্ট দেখবেন? জানুন এখানে ধোনি পছন্দের, তবে T20 WC-এর আগে জাদেজার উপদেশ‌ের জন্য মুখিয়ে আমেরিকার নিসর্গ রবির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত! শুনেছেন কি? যদি না-শুনে থাকেন, এখান থেকেই বাজিয়ে নিন শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেন যাত্রীদের জন্য সুখবর, নয়া পরিষেবা চালু রেলের কবে পালন করা হয় বিশ্ব রেড ক্রস দিবস, এই দিনটি তাৎপর্য কী বউ নাতাশার সন্তান প্রসবের অপেক্ষা! পাপারাজ্জিদের যন্ত্রণায় মেজাজ হারালেন বরুণ লর্ডস, ওভালের মতো ধর্মশালায় বসানো হয়েছে হাইব্রিড পিচ, এর সুবিধেগুলি কী? ধনু-মকর-কুম্ভ-মীনের বুধবার কেমন কাটবে? জানুন রাশিফল T20 WC-এর জন্য চমকহীন দল ঘোষণা আয়ারল্যান্ডের, অধিনায়কের দায়িত্বে পল স্টার্লিং বিলি করা হয় প্রসাদ, ধূপ ধূনোয় পূজিত হন রবি ঠাকুর!

Latest IPL News

মুম্বইচা রাজা রোহিত শর্মা- ওয়াংখেড়েতে স্লোগান দিয়ে ভাইরাল ম্যাথু হেডেন কন্যা সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর BCCI-এর সঙ্গে কথা বলবেন না- বোর্ডের নামে আতঙ্কিত হর্ষিত সাবধান করলেন কোচকে ৪-৪-৪-৬-৪-৬- ম্যাকগার্কের পিটুনি,১৯বলে অর্ধশতরান করে অনন্য নজির গড়লেন DC-র তরুণ IPL 2024: ভক্তের আইফোন ভেঙে ফেললেন মিচেল,পরিবর্তে ক্ষমা চেয়ে দিলেন উপহার- ভিডিয়ো T20 WC-এর কথা মাথায় রেখে কি বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে? সম্ভাবনা ওড়ালেন পোলার্ড জিতলে গম্ভীরের প্রশংসা, হারলে কেন দোষী শ্রেয়স? KKR সমর্থকদের আচরণে প্রশ্ন বিশপের CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার,শীঘ্রই যোগ দিতে চলেছেন দলে মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.