Delhi Air Quality: শুক্রবার তলানিতে পৌঁছলো দিল্লির... more
Delhi Air Quality: শুক্রবার তলানিতে পৌঁছলো দিল্লির বাতাসের মান। কিছু এলাকায় বায়ুর অবস্থা 'গুরুতর' বলে রিপোর্ট করা হয়েছে। রীতিমতো ধূমপান করার মতোই ফুসফুসের ক্ষতির সম্মুখীন দিল্লিবাসী।
1/5শুক্রবার বিকেলের ছবি। দিল্লিতে ধোঁয়া কোনও নতুন বিষয় নয়। তবে এদিন যেন সব মাত্রাই ছাড়িয়ে গেল। দিল্লি-মীরাট রোড দিয়ে যাওয়ার সময়ে চমকে উঠলেন চালকরা৷ রাস্তাজুড়ে শুধুই ধোঁয়া। এ যেন কোনও কল্পবিজ্ঞানের, 'পোস্ট-অ্যাপোক্যালিপটিক' পৃথিবীর দৃশ্য। (সাকিব আলী/এইচটিপি ফটো)। (HT Photo)
2/5দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়ের ছবি অকল্পনীয়। একটু দুরেই থাকা বিল্ডিংগুলিও যেন ঠাওর করা যাচ্ছে না। চারিদিক শুধুই ধূসর। ধোঁয়াশার চাদরে ঢেকেছে শহর। ছবি: হিন্দুস্তান টাইমস (HT Photo)
3/5কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM)-এর সাব-কমিটির মতে, যদি পরিস্থিতি 'গুরুতর' (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান স্টেজ III) অবস্থাতেই থেকে যায়, তাহলে কর্তৃপক্ষ এনসিআর-এ নির্মাণকাজের উপর নিষেধাজ্ঞা জারি করবে। ছবি: হিন্দুস্তান টাইমস (HT Photo)
4/5তবে তাতে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিকে ছাড় দেওয়া হবে। এর মধ্যে রেলপথ, মেট্রো, বিমানবন্দর, আইএসবিটি, প্রতিরক্ষা দফতরের নির্মাণ পড়ছে। ছবি: এএনআই (HT Photo)
5/5দীপাবলিতে বাজি পোড়ানো নিষিদ্ধ করেও লাভ হয়নি। প্রতি বছরের মতোই অক্টোবরের শেষ থেকেই ধোঁয়ার চাদরে ঢেকেছে দিল্লি। ছবি: হিন্দুস্তান টাইমস (HT Photo)