অনির্বান গুহ রায়
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শুক্রবার জানিয়েছেন, ৩১শে অগস্ট ও ১লা সেপ্টেম্বর মুম্বইতে বিরোধীদের তৃতীয় মিটিং হবে। সেখানেই আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে। তবে তাঁর মতে এবার এনডিএ জোর ধাক্কা খাবে বিরোধীদের কাছে।
তিনি জানিয়েছেন, আমাদের ইতিমধ্য়েই কয়েক রাউন্ড আলোচনা হয়েছে। তবে মুম্বইতে আমাদের তৃতীয় রাউন্ডের মিটিং হবে। সেখানে আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে।
গত ২৩ জুন। নীতীশ কুমারের উদ্যোগেই পাটনাতে ১৫টি বিরোধী দল এক ছাতার তলায় এসেছিল। নীতীশ বলেন, ওরা পরের নির্বাচনে বড় ধাক্কা খাবে। সেকারণেই ওরা ভয় পেয়ে গিয়েছে। এটা একটা ধারণা হয়ে গিয়েছে যে বিজেপি শাসিত সরকার কেন্দ্রে কোনও কাজ করছে না। শুধু প্রচার পাওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, দেশের স্বার্থে আমরা হাতে হাত ধরেছি। ওরা জানে না যে বহু দল শুধু ভয়ে ওদের সঙ্গে রয়েছে। তবে ওদের নাম বলব না। আর ভোট এলেই ওরা আমাদের সঙ্গে চলে আসবে।
এদিকে বিরোধীদের নিশানা করে মোদীর জবাব প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীরা তাদের কাজ করেছে।
তিনি বলেন, ঘটনা ঘটছে। কিন্তু নীরব থাকছে সরকার। ওরা তাদের পছন্দ মতো ইস্যু নিয়ে খালি মুখ খুলছে। হাউস চলছে কিন্তু ওরা কোনও বিবৃতি দিচ্ছে না। তবে আগে এমনটা ছিল না। বাজপেয়ীর আমলে নানা ইস্যু নিয়ে আলোচনা হত সংসদে।
নীতীশ বলেন, মিডিয়াও একপেশে হয়ে গিয়েছে। বিরোধীদের দেখাতে চায় না। বিরক্ত হয়ে গিয়ে আমি আর খবর দেখি না। তিনি বলেন, ২০১০ সালের বিধানসভা ভোটেআমরা ১১৮টা আসন পেয়েছিলাম। বিজেপি কম আসন পেয়েছিল।২০০৯ সালের লোকসভা নির্বাচনে আমরা ২০ আসন পেয়েছিলাম, বিজেপি ১২ট আসন পেয়েছিল। তারা মনে হয় সেসব দিন ভুলে গিয়েছে। ওদের এখন স্বীকার করা দরকার ওরা তলায় তলায় কীভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রটা করেছে।ওরা এজেন্টের মাধ্যমে এসব করত।