বাংলা নিউজ > ঘরে বাইরে > Time-of-Day tariff: দিনে বিদ্যুতের মিটার কম আর রাতে বেশি! নয়া নিয়মে আপনার লাভ না ক্ষতি

Time-of-Day tariff: দিনে বিদ্যুতের মিটার কম আর রাতে বেশি! নয়া নিয়মে আপনার লাভ না ক্ষতি

ফাইল ছবি: টুইটার (Twitter)

সরকার শুক্রবার বিদ্যুৎ (ভোক্তা অধিকার) বিধিমালা ২০২০ সংশোধন করেছে। দু'টি পরিবর্তন করা হয়েছে। দিনের সময় অনুযায়ী রেটের নিয়ম চালু করা হচ্ছে। সেই সঙ্গে স্মার্ট মিটারেরও সংশোধন করা হবে। ToD ট্যারিফ কী?

সম্প্রতি বিদ্যুতের জন্য টাইম-অফ-ডে বা টিওডি ট্যারিফ চালু করার বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিদ্যুৎ মন্ত্রক। এর ফলে বাণিজ্যিক কাজে ব্যবহারকারীদের এই বিষয়ে নতুন করে চিন্তা শুরু হয়েছে। শুধু বাণিজ্যিক ব্যবহারকারীই নয়, বাড়ির ক্ষেত্রেও আগামী ২০২৫ সাল নাগাদ এই নিয়ম কার্যকর হবে।

টাইম-অফ-ডে ট্যারিফ কী?

সরকার শুক্রবার বিদ্যুৎ (ভোক্তা অধিকার) বিধিমালা ২০২০ সংশোধন করেছে। দু'টি পরিবর্তন করা হয়েছে। দিনের সময় অনুযায়ী রেটের নিয়ম চালু করা হচ্ছে। সেই সঙ্গে স্মার্ট মিটারেরও সংশোধন করা হবে। ToD ট্যারিফ কী? আসলে নয়া নিয়মে দিনের সময়ে ব্যবহারের উপর ভিত্তি করে রেট হিসাব করা হবে। বর্তমান সিস্টেমে একটি ফ্ল্যাট রেটেই বিল চার্জ করা হয়।

কিন্তু নয়া নিয়মে দিনের বেলায়, শুল্ক ২০% পর্যন্ত কমতে পারে। ভাবছেন, এতে চিন্তার কী? লাভই তো হবে! তাহলে আরও একটি বিষয় জানিয়ে রাখা যাক। দিনের বেলা যেমন ২০% কমবে, ঠিক তেমনই, রাতের বেলা রেট ২০% বৃদ্ধি পাবে। এভাবে সম্ভাব্যভাবে বিদ্যুত কোম্পানিগুলিকে সর্বোচ্চ বিদ্যুতের চাহিদার সময়ে ভারসাম্য বজায় রাখার একটি উপায় করে দেওয়া হবে। এদিকে এরই পাশাপাশি ব্যবহারকারীদের বিদ্যুতের ব্যবহার নিয়ন্ত্রণ ও বিল কমানোর সুযোগ প্রদান করা হবে।

এতে কি বিদ্যুৎ বিল বাড়তে পারে?

এটি যতটা সহজ ভাবছেন, ততটা সরলও নয়। কারণ পরিবার হিসাবে এটি বদল হতে পারে। ধরুন, কোনও পরিবারে স্বামী-স্ত্রী দুইজনেই অফিসে কাজ করেন। সেক্ষেত্রে সারাদিন বিদ্যুত্ ব্যবহার এমনিতেই কম হয়। কিন্তু রাতে ২০% বিল বেশি হওয়ায় খরচ বেড়ে যাবে। কিন্তু যাঁদের দিনের বেলাতেও বাড়িতে লোক থাকেন, তাঁদের ক্ষেত্রে বিদ্যুত বাবদ দিনের বেলায় খরচ কমবে। এমনিতেও রাতে কম ঘরে আলো, পাখা, টিভি চলে। ফলে এক-দু'টি ফ্যান চলায় ২০% রেট বাড়লেও বিল কম হবে।

অফিস, ব্যবসার ক্ষেত্রে খরচ কমবে। দিনের বেলায় শুল্ক ২০% হ্রাস পাবে। এদিকে রাতে কাজ হয় এমন অফিস, কারখানার ক্ষেত্রে বিল বাড়তে পারে। তাছাড়া গরমকালে রাতে বাড়ি-বাড়ি এয়ার কন্ডিশনার বেশি চালানো হয়। ফলে খরচ বাড়বে।

এর জন্য পরিকাঠামো প্রস্তুত?

স্মার্ট মিটার লাগবে। স্মার্ট মিটার মিটার রিডিং প্রক্রিয়া নিজে থেকেই নিয়ন্ত্রিত করবে। ঠিক খরচ এস্টিমেট করতে সাহায্য করে। গড়ে, এই মিটারে প্রতি ১৫ মিনিটে সরাসরি বিদ্যুত বিতরণ কোম্পানির কাছে তথ্য পৌঁছে যায়। এটি ToD গণনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত দেশে ৬৫ লক্ষেরও বেশি স্মার্ট মিটার স্থাপন করা হয়েছে। ২০২৬ সালের মধ্যে এটি বেড়ে ২৫ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

পরবর্তী খবর

Latest News

বিস্কুট-ক্রিম রোলে বিপদ! ৩ সংস্থা-বেকারিকে উৎপাদন বন্ধের নির্দেশ প্রশাসনের ওড়িশার থেকেও কমে গেল বাংলার মাথাপিছু আয়! ৬০-র দশকে দেশের গড়ের চেয়েও বেশি ছিল দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠের মন্দির কতক্ষণ খোলা থাকে?ভোগ খাওয়ার ইচ্ছা? রইল কিছু তথ্য ভরপেট খাইয়ে গণপিটুনি দিয়ে খুন সর্বহারা ভবঘুরেকে, নৃশংস ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পানিপুরি নাকি ফুচকা, KBC-তে জোর তর্ক সোনু-শ্রেয়ার! অমিতাভের ভোট দিলেন কাকে? বন্যার আগেই বুঝে যাবে কেন্দ্র, ১৯০টি হ্রদের নীচে বসবে বিশেষ সিস্টেম গয়নার দোকানের কর্মী মিলনের রাজকীয় উত্থান, গ্রেফতার কাউন্সিলরকে নিয়ে লোকে বলছে… বিয়ের পর ছবির পোস্টেরে বচ্চন নয় ভাদুড়ী পদবী ব্যবহার করেছিলেন জয়া,কী বলেন অমিতাভ ময়ূরীর পারফরমেন্স নিয়ে সারেগামাপায় জাভেদের সঙ্গে বাগযুদ্ধ ইমন-রাঘবের, কেন? ভারতের আরও এক প্রাক্তন কোচকে জালে তুলল রাজস্থান, জুটি বাঁধছেন দ্রাবিড়ের সঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.