বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘ওঁর দাদুর সময় থেকে বন্ধু পাক-চিন’, রাগার ভুল ধরালেন কংগ্রেস জমানার বিদেশমন্ত্রী

‘ওঁর দাদুর সময় থেকে বন্ধু পাক-চিন’, রাগার ভুল ধরালেন কংগ্রেস জমানার বিদেশমন্ত্রী

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

রাহুল গান্ধীর মন্তব্যের ‘ভুল’ ধরিয়ে দিলেন দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিং।

চিন-পাকিস্তান জোট নিয়ে ভারত সরকারকে তোপ দেগে বিজেপি নেতাদের তোপের মুখে পড়েছেন রাহুল গান্ধী। এবার নিজেরি দলেরই প্রাক্তন বিদেশমন্ত্রী রাহুল গান্ধীর মন্তব্যের ‘ভুল’ ধরিয়ে দিলেন। গতকালই সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী অভিযোগ করেন যে বর্তমান বিজেপি সরকারের দোষেই পাকিস্তান ও চিন একসঙ্গে এসেছে। এই মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস জমানার মন্ত্রী নটবর সিং বললেন, ‘রাহুল গান্ধীর বক্তব্য সম্পূর্ণ সটিক নয়।’

নটবর সিং সংবাদ সংস্থা এএনআইকে এর প্রেক্ষিতে বলেন, ‘আমি আশ্চর্য হয়েছি যে সরকারের পক্ষ থেকে কেউ রাহুল গান্ধীকে এটা মনে করিয়ে দিতে ওঠেনি যে তিনি যা বলেছেন তা সম্পূর্ণরূপে সঠিক নয়। চিন ও পাকিস্তান ১৯৬০ সাল থেকেই ঘনিষ্ঠ বন্ধু। এটা তাঁর দাদুর সময়ে শুরু হয়েছিল। তিনি কাশ্মীর ইস্যুটি রাষ্ট্রসংঘে নিয়ে গিয়েছিলেন।’

প্রাক্তন কূটনীতিক তথা কংগ্রেস নেতা কপিল সিব্বলের বড় ভাই কানওয়াল সিব্বল, বলেন যে চিন-পাকিস্তান জোট ভারতে বিজেপি ক্ষমতায় আসার আগে থেকেই শুরু হয়েছিল। তিনি বলেন, ‘১৯৬২ সালের সংঘর্ষের পর চিন-পাকিস্তান তাদের সম্পর্ক জোরদার করার সুযোগ দেখতে পেয়েছিল। সকলেই অবগত যে দু'জন অবৈধভাবে পারমাণবিক সেক্টরে একে অপরকে সহযোগিতা করেছে।’

এর আগে সংসদে রাহুল গান্ধী বলেছিলেন, ‘মৌলিকভাবে ভারতের বৈদেশিক নীতির অন্যতম কৌশলগত নীতি ছিল যে চিন এবং পাকিস্তানকে আলাদা রাখতে হবে। কিন্তু এই নরেন্দ্র মোদী সরকারই চিন এবং পাকিস্তানকে একসঙ্গে নিয়ে এসেছে।’ রাহুলের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা জবাব দিয়ে টুইট করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি লেখেন, ‘লোকসভায় রাহুল গান্ধী দাবি করেন যে বর্তমান সরকারি নাকি চিন ও পাকিস্তানকে কাছাকাছি এনেছে। তাঁর আদতে ইতিহাসের পাঠ প্রয়োজন। ১৯৬৩ সালে পাকিস্তান বেআইনিভাবে শাকসগাম উপত্যকা চিনের হাতে তুলে দেয়। চিন ১৯৭০ সালে পাক অধিকৃত কাশ্মীর দিয়ে কারাকোরাম হাইওয়ে তৈরি করে। ১৯৭০ সালের দশক থেকে দুই দেশের মধ্যে পারমাণবিক ক্ষেত্রে সমন্বয় গড়ে উঠেছে। ২০১৩ সালে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (চিনের 'ওয়ান বেল্ট ওয়ান রোড' প্রকল্পের অন্যতম অঙ্গ) অন্যতম প্রকল্পের চালু হয়। তাই নিজেকে প্রশ্ন করুন, সেই সময় চিন এবং পাকিস্তান কি দূরে ছিল?’

বন্ধ করুন