বাংলা নিউজ > ঘরে বাইরে > Rana Kapoor: ঋণ জালিয়াতি মামলায় ৪ বছর পর জামিন, জেল থেকে মুক্তি পেলেন Yes ব্যাঙ্কের Ex CEO

Rana Kapoor: ঋণ জালিয়াতি মামলায় ৪ বছর পর জামিন, জেল থেকে মুক্তি পেলেন Yes ব্যাঙ্কের Ex CEO

জেল থেকে মুক্তি পেলেন ইয়েস ব্যাঙ্কের প্রাক্তন সিইও রানা কাপুর। (HT_PRINT)

গ্রেফতারের পর থেকে রানা কাপুর তালোজা জেলে বন্দি ছিলেন। এর আগে ৭টি মামলায় তিনি জামিন পেয়েছিলেন। শেষ মামলাতেও জামিন পাওয়ায় তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। যদিও এই মামলাগুলির বিচার প্রক্রিয়া এখনও শুরু হয়নি। 

ঋণ জালিয়াতি মামলায় ৪ বছর পর জামিন পেলেন ইয়েস ব্যাঙ্কের প্রাক্তন সিইও রানা কাপুর। এরপরেই তাঁকে জেল থেকে মুক্তি পেয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তাঁকে নবি মুম্বইয়ের তালোজা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। ঋণ জালিয়াতির মামলায় রানা কাপুরকে ২০২০ সালের মার্চ মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করে। এছাড়াও সিবিআই তাঁর বিরুদ্ধে ৮টি জালিয়াতির মামলা দায়ের করেছিল।

আরও পড়ুন: প্রতিষ্ঠাতার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ ইডি-র, চলছে জেরা

গ্রেফতারের পর থেকে রানা কাপুর তালোজা জেলে বন্দি ছিলেন। এর আগে ৭টি মামলায় তিনি জামিন পেয়েছিলেন। শেষ মামলাতেও জামিন পাওয়ায় তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। যদিও এই মামলাগুলির বিচার প্রক্রিয়া এখনও শুরু হয়নি। বিশেষ সিবিআই আদালতের বিচারক এম জি দেশপান্ডে রানা কাপুরকে জামিন দেন। আদালত জানায়, যেহেতু মামলাগুলির বিচার মুলতুবি রয়েছে তাই তাঁর জেলে থাকার আর প্রয়োজন নেই। রানা কাপুরের আইনজীবী তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সিবিআই ২০২০ সালের মার্চ মাসে রানা কাপুর, তাঁর স্ত্রী বিন্দু কাপুর, অবন্তা গ্রুপের প্রোমোটার এবং শিল্পপতি গৌতম থাপার, ব্লিস অ্যাবোড প্রাইভেট লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। অভিযোগ, রানা কাপুর ইয়েস ব্যাঙ্কের তৎকালীন সিইও হিসাবে তাঁর পদের অপব্যবহার করেছিলেন। তিনি একটি ঋণ অনুমোদন জন্য ঘুষ হিসেবে দিল্লির বিলাসবহুল জায়গায় একটি সম্পত্তি নিয়েছিলেন।

জানা গিয়েছে, ব্লিস অ্যাবোড প্রাইভেট লিমিটেডটি রানা কাপুরের স্ত্রী বিন্দু কাপুর দ্বারা পরিচালিত। এর মাধ্যমে সম্পত্তি ৩৭৮ কোটি টাকায় কেনা হয়েছিল যেখানে সম্পত্তির বাজারদর ছিল ৬৮৫ কোটি টাকা। ইয়েস ব্যাঙ্ক সেই সময় অবন্তা গ্রুপকে ২৫০০ কোটি টাকার ঋণ দিয়েছিল। রানা কাপুর সিইও হিসাবে ব্যাঙ্কের ম্যানেজমেন্ট ক্রেডিট কমিটির প্রধান ছিলেন। তিনি সেই ঋণ অনুমোদন করেছিল।

তাঁর জামিনের আবেদনে আইনজীবী দাবি করেন,  সিবিআইয়ের যে চার্জশিট জমা দিয়েছে তাতে রানা কাপুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। কাপুরের বিরুদ্ধে অভিযোগ অস্পষ্ট। তিনি কখনই ঋণ লেনদেনের একমাত্র বা চূড়ান্ত অনুমোদনকারী কর্তৃপক্ষ ছিলেন না। ব্যাঙ্কের ম্যানেজমেন্ট ক্রেডিট কমিটি যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছিল। 

যদিও এই মামলায় প্রোমোটার গৌতম থাপারকে গ্রেফতার করা হয়নি। তাঁকে আগাম জামিন দিয়েছিল আদালত। এই সমস্ত বিষয় বিবেচনা করে আদালত রানা কাপুরের জামিন মঞ্জুর করে। এরপর নথিপত্র খতিয়ে দেখে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তালোজা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

পরবর্তী খবর

Latest News

খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.