বাংলা নিউজ > ঘরে বাইরে > কেন্দ্রের টাকা ফেরত দিতেই মুখ্যমন্ত্রী হন ফডণবীস, দাবি বিজেপি সাংসদের

কেন্দ্রের টাকা ফেরত দিতেই মুখ্যমন্ত্রী হন ফডণবীস, দাবি বিজেপি সাংসদের

হেগড়ের দাবি সরাসরি অস্বীকার করেছেন দেবেন্দ্র ফডণবীস। যদিও নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাননি বিজেপি সাংসদ। ছবি সৌজন্যে পিটিআই। (PTI)

সাংসদ অনন্ত হেগড়ে জানান, রাজ্যের জন্য বরাদ্দ করা ৪০,০০০ কোটি টাকা কেন্দ্রের ঘরে ফেরত পাঠাতেই মাত্র ৮০ ঘণ্টার জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফডণবীস।

দলের নির্দেশে রাজ্য থেকে কেন্দ্রে তহবিলের অর্থ সরানোর উদ্দেশেই মাত্র ৮০ ঘণ্টার জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফডণবীস। সোমবার এই বিস্ফোরক তথ্য জানিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি সাংসদ অনন্ত হেগড়ে।

এনসিপি নেতা অজিত পাওয়ারের সমর্থন নিয়ে তড়িঘড়ি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ফডণবীসের শপথগ্রহণ সম্পর্কে এ দিন সংবাদসংস্থা এএনআই-কে হেগড়ে জানান, রাজ্যের জন্য বরাদ্দ করা ৪০,০০০ কোটি টাকা কেন্দ্রের ঘরে ফেরত পাঠানোর প্রক্রিয়া সারতেই ফডণবীস ওই পদক্ষেপ করেছিলেন।

হেগড়ের এই দাবি ফডণবীস স্বয়ং অস্বীকার করলেও এখনও পর্যন্ত নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাননি কর্নাটকের উত্তর কন্নড় কেন্দ্রের বিজেপি সাংসদ।

বিতর্কমূলক মন্তব্য করার ব্যাপারে অতীতেও সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন হেগড়ে। ২০১৬ সালে ইসলামের সহ্গে নাশকতার সম্পর্ক রয়েছে বলে তিনি বিতর্ক সৃষ্টি করেন। সেই সময় তিনি বলেছিলেন, যত দিন ইসলামের অস্তিত্ব থাকবে তত দিনই বিশ্বে সন্ত্রাসবাদ টিকে থাকবে। ঘৃণামূলক মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে সংসদে অভিযোগ উঠেছিল।

২০১৭ সালের ডিসেম্বর মাসে হেগড়ের মন্তব্য ‘বিজেপি সংবিধান পরিবর্তন করবে’ ঘিরেও বিতর্কের ঝড় দেখা দেয়। সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী পদে আসীন ছিলেন হেগড়ে। তিনি দাবি করেছিলেন, সংবিধানের মুখবন্ধ থেকে ধর্মনিরপেক্ষতা বিষয়টি বাদ দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় শাসকদল।

ওই বছরই তাঁর পরিবারের সদস্যের চিকিত্সায় গাফিলতির অভিযোগ তুলে চিকিত্সকদের মারধর করেন আরএসএস সদস্য এই প্রাক্তন মন্ত্রী।

চলতি বছরের জানুয়ারি মাসে আন্তঃধর্মীয় বিয়ে নিয়ে হেগড়ে বলেন, ‘যে হাত কোনও হিন্দু মহিলাকে স্পর্শ করে, তার অস্তিত্ব থাকা উচিত নয়।’ সেই সঙ্গে কংগ্রেস নেতা দীনেশ গুন্ডু রাও ও তাঁর স্ত্রী টাবুর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হানেন বিজেপি নেতা। তাঁর মন্তব্যের সমালোচনা করার জন্য এরপর তত্কালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধেও তোপ দাগেন হেগড়ে।

বেফাঁস মন্তব্য করা থেকে দলীয় নেতা-মন্ত্রীদের বিরত থাকতে বিজেপি নেতৃত্ব সতর্কবাণীর তোয়াক্কা না করে শবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশ নিয়েও আলটপকা মন্তব্য করে বসেন কর্নাটকের সাংসদ। এই বিষয়টি নিয়ে কেরালা সরকারের পদক্ষেপকে তিনি ‘দিনের আলোয় ধর্ষণ’ বলে মন্তব্য করে নয়া বিতর্কের সূত্রপাত করেন। শুধু তাই নয়, বিরোধীদের ‘কাক, বাঁদর, শেয়াল ও গাধা’ বলেও তিনি অভিহিত করেন।

গত সেপ্টেম্বর মাসে প্রাক্তন আইএএস আধিকারিক এস শশীকান্ত সেন্থিলকে ‘বিশ্বাসঘাতক’ বলে ফের বিতর্কে জড়ান হেগড়ে। তার আগে মে মাসে ভোপালের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বলে বিতর্ক তৈরি করলে তাতে ইন্ধন জোগান হেগড়ে। একাধিক টুইটের মাধ্যমে গডসের প্রতি তাঁর শ্রদ্ধা এবং বাকস্বাধীনতার মৌলিক অধিকার সম্পর্কে প্রথমে জোরদার সওয়াল করেও পরে বিতর্ক উচ্চগ্রামে পৌঁছলে সমস্ত টুইট মুছে দেন এই বিতর্কিত বিজেপি সাংসদ।

পরবর্তী খবর

Latest News

কেন শ্রীহরি বিষ্ণুকে এই অদ্ভুত বরাহ অবতারের রূপ গ্রহণ করতে হয়েছিল! জেনে নিন বিজ্ঞাপনের জন্য মেটাকে তথ্য দিতে পারবে হোয়্যাটসঅ্যাপ, আপাতত নিষেধাজ্ঞা উঠল ভারতে মোবাইল ফোনের ভিন্নতায় অ্যাপ ক্যাবের ভাড়া বাড়ছে, ওলা–উবারকে নোটিশ কেন্দ্রের রোগা হতে চান? এই নিয়ম মেনে ৫৫ কিলো ওজন ঝরিয়েছেন রাম কাপুর! IMDb’s র‍্যাঙ্কিং-এ সেরা ১০ ভারতীয় ভৌতিক ছবি কোনগুলি? জলগাঁওতে ট্রেন থেকে লাফ! মৃত্যুর সংখ্য়া দাঁড়াল ১৩, চারজন নেপালের নাগরিক ৬ ঘণ্টার অপারেশনের পর ৪ দিনে ফিট! সইফের হামলা নিয়ে প্রশ্ন শিব সেনার নেতার আগরকরদের ভুল চোখে আঙুল দিয়ে দেখালেন কার্তিক! Champions ট্রফিতে ভুল দল নির্বাচন? দার্জিলিংয়ের চা ভেবে নেপালের কিনে ঠকছেন? এবার কড়া মমতা, ফিরছে স্বস্তি সুরজের ৬ উইকেট, শামিকে ছাড়াই রঞ্জির প্রথম ইনিংসে হরিয়ানাকে সস্তায় বাঁধল বাংলা

IPL 2025 News in Bangla

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.