বাংলা নিউজ > ঘরে বাইরে > অগ্নিপরীক্ষার কাউন্টডাউন শুরু! মহারাষ্ট্রে উদ্ধবদের সংখ্য়াগরিষ্ঠতা প্রমাণের আর্জি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ ফড়নবীশ

অগ্নিপরীক্ষার কাউন্টডাউন শুরু! মহারাষ্ট্রে উদ্ধবদের সংখ্য়াগরিষ্ঠতা প্রমাণের আর্জি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ ফড়নবীশ

দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে বৈঠক কোশিয়ারির।

জানা গিয়েছে, রাজ্যপালকে ফড়নবীশ জানিয়েছেন, ৩৯ জন বিধায়ক স্পষ্টভাবে জানিয়েছেন যে তাঁরা উদ্ধব সরকারকে সমর্থন করছেন না। মনে করা হচ্ছে এই আর্জির হাত ধরে সম্ভবত উদ্ধব শিবিরকে অগ্নিপরীক্ষায় দাঁড়াতে হতে পারে।

যাবতীয় জল্পনা কাটিয়ে এবার শেষমেশ চেনা অঙ্কেই এগোচ্ছে বিজেপি। এদিন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির কাছে আস্থাভোটের আর্জি নিয়ে যান বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। শিবসেনার একনাথ শিণ্ডের বিদ্রোহের পরই উদ্ধবের গদি টলমল করছে বলে মত ছিল অনেকের। এরপরই যাবতীয় পর্ব পার করে মারাঠা রাজনীতিতে আসে আস্থা ভোটের জল্পনা। আর সেই মর্মেই মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির দ্বারস্থ হন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

জানা গিয়েছে, রাজ্যপালকে ফড়নবীশ জানিয়েছেন, ৩৯ জন বিধায়ক স্পষ্টভাবে জানিয়েছেন যে তাঁরা উদ্ধব সরকারকে সমর্থন করছেন না। মনে করা হচ্ছে এই আর্জির হাত ধরে সম্ভবত উদ্ধব শিবিরকে অগ্নিপরীক্ষায় দাঁড়াতে হতে পারে। উল্লেখ্য, একনাথ শিণ্ডের শিবিরে এই মুহূর্তে ৪০ এর বেশি সমর্থক রয়েছেন বলে খবর। আর মহারাষ্ট্রে উদ্ধব বাহিনীকে হারাতে তাঁর কাছে ৩৭ জন বিধায়ক থাকলেই যথেষ্ট। সূত্রের খবর ৮ জন নির্দল বিধায়কও রাজ্যপালের কাছে আস্থা ভোটের দাবি জানিয়েছেন। তাঁরা ইমেল মারফৎ চিঠি পাঠিয়েছেন বলে খবর। এদিকে, এই পরিস্থিতিতে বিজেপি একনাথ শিণ্ডের কাছে অফার রেখেছে নিজের হিসাব মতো।

বিজেপির তরফে উপমুখ্যমন্ত্রী পদটি একনাথ শিণ্ডেকে অফার করা হয়েছে বলে খবর। অন্যদিকে মন্ত্রিসভার অর্ধেক একনাথ শিবিরকে দেওয়ারও প্রস্তাব করা হয়েছে। তবে এতে 'হ্যাঁ' বা 'না' বাচক কোনও শব্দই শিণ্ডে ক্যাম্প জানায়নি। এদিকে, আজ রাজ্যপালের সঙ্গে ফড়নবীশের বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, 'রাজ্যপালকে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে অবহিত করে একটি চিঠি দিয়েছে বিজেপি। সেনার ৩৯ জন বিধায়ক দূরে রয়েছেন এবং মুখ্যমন্ত্রীর ওপর তাঁরা আস্থা হারিয়েছেন। আমরা রাজ্যপালকে অনুরোধ করেছি মুখ্যমন্ত্রীকে তাঁর সরকারের প্রতি আস্থা প্রমাণ করতে বলুন।' উল্লেখ্য, মহারাষ্ট্রে রাজনীতিতে দোলাচল তৈরির পরই দিল্লিতে পার্টি প্রধান নাড্ডার সঙ্গে সাক্ষাৎকরেন ফড়নবীশ। তারপরই ফড়নবীশ ও কোশিয়ারি বৈঠক কার্যত তাবড় রাজনৈতিক অনুমানকে উস্কানি দিচ্ছে বলে মনে করা হচ্ছে। উদয়পুরে ব্যক্তির শিরচ্ছেদে অভিযুক্ত ২ গ্রেফতার, উদ্ধার আরও ভিডিয়ো

এদিকে, সূত্রের দাবি, আস্থা ভোট হলে একনাথ শিণ্ডে শিবির আনুষ্ঠানিকভাবে উদ্ধব সরকারের থেকে সমর্থন তুলে নেবে না। কিম্বা তারা অনাস্থাও আনবে না। তবে বিজেপি যদি কোনও পদক্ষেপ করে তাহলে একনাথ শিবির উদ্ধবদের সমর্থন করবে না। আপাতত এই গেমপ্ল্যানিংয়ে শিণ্ডে ক্যাম্প এগিয়ে চলেছে বলে খবর। তবে সব নজর আপাতত আস্থা ভোটের স্লগ ওভার পর্যন্ত গড়াবে।

বন্ধ করুন