SBI Home Loan: উত্সবের মরসুমে এই ছাড় শুরু হলেও, আ... more
SBI Home Loan: উত্সবের মরসুমে এই ছাড় শুরু হলেও, আগামী ৩১ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত এই অফারের সুবিধা পাবেন। কতটা ছাড়?
1/5উৎসবের মরসুমে গৃহ ঋণে ছাড় দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। গত ৪ অক্টোবর, ২০২২ থেকে এই ছাড় প্রযোজ্য হয়েছে। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
2/5উত্সবের মরসুমে এই ছাড় শুরু হলেও, আগামী ৩১ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত এই অফারের সুবিধা পাবেন। কতটা ছাড়? ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (Reuters)
3/5গৃহ ঋণের উপর ১৫ বেসিস পয়েন্ট থেকে ৩০ বেসিস পয়েন্ট ছাড় পাবেন। এসবিআই-তে সাধারণ সময়ে গৃহ ঋণে সুদের হার ৮.৫৫% থেকে ৯.০৫% পর্যন্ত। (ছবি সৌজন্য রয়টার্স) (Reuters)
4/5এদিকে ব্যাঙ্কের ফেস্টিভ ক্যাম্পেইন অফারে, ৮.৪০% থেকে ৯.০৫% পর্যন্ত হারে এই ঋণ পাবেন। SBI-এর সাধারণ এবং টপ-আপ হোম লোনে প্রসেসিং ফিও লাগছে না। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Reuters)
5/5এক্ষেত্রে উল্লেখ্য, সর্বনিম্ন হার এবং সস্তার EMI পেতে, আপনার CIBIL স্কোরটিও পর্যালোচনা করবেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Reuters)