বাংলা নিউজ > ঘরে বাইরে > ডেপুটি জেলাশাসকের চুল ধরে টান, CAA-এর সমর্থনে BJP-র মিছিলে ধুন্ধুমার

ডেপুটি জেলাশাসকের চুল ধরে টান, CAA-এর সমর্থনে BJP-র মিছিলে ধুন্ধুমার

ডেপুটি জেলাশাসক প্রিয়া বর্মার চুল ধরে টানা হয় (ছবি সৌজন্য এএনআই ভিডিয়োর স্ক্রিনগ্র্যাব)

ঘটনায় দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে বিজেপির মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হল মধ্যপ্রদেশের রাজগড়। ডেপুটি জেলাশাসক প্রিয়া বর্মার চুল টানেন মিছিলে থাকা এক ব্যক্তি। ঘটনায় দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত থেকে রাজগড়ে ১৪৪ ধারা জারি ছিল। তা উপেক্ষা করেই রবিবার মিছিল বের করে বিজেপি। সংবাদসংস্থা এএনআইয়ের পোস্ট করা ভিডিয়োতে দেখা যায়, মিছিলের দিকে এগিয়ে গিয়ে কয়েকজনকে টেনে আনেন ডেপুটি জেলাশাসক। একজনকে থাপ্পড়ও মারেন। এরপর তাঁকে ঘিরে ধরেন সিএএ সমর্থকরা। সেই সময় পিছন থেকে ডেপুটি জেলাশাসকের চুল টানেন একজন।

ঘটনার পর ডেপুটি জেলাশাসক বলেন, 'জেলায় ১৪৪ ধারা জারি ছিল। আমরা নিজেদের দায়িত্ব পালন করছিলাম। সেই সময় একদল জনতা এসে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে।'

আরও পড়ুন : 'জেলাশাসক ও তাঁর সহকারীর বিরুদ্ধে FIR দায়ের করা হবে', বললেন শিবরাজ

পিটিআইকে প্রিয়া বলেন, 'আমাদের সঙ্গে দুর্ব্যবহার করায় দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সিং বলে একজনকে চিহ্নিত করা হয়েছে। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি। আমাদের কাছে ছবি রয়েছে।'

আরও একটি ভিডিয়োতে দেখা যায়, জেলাশাসক নিবেদিতা এক বিজেপি সমর্থককে ধরে টানছেন। তিনি বলেন, 'এলাকায় মোতায়েন অফিসারদের জামা ছিঁড়ে দেওয়া হয়। চুল ধরে টানা হয়। সাব-ডিস্ট্রিক্টকে লাথি মারা হয় ও অফিসারদের হেনস্থা করা হয়।'


বন্ধ করুন